default-image

নীল আকাশে মেঘ জমেছে

দমকা হাওয়া বয়

চিকমিকিয়ে বিজুলি নাচে

মনের ভিতর ভয়।

দূর গগনে দেয়া ডাকে

বুক দুরুদুরু করে

পাখিগুলো প্রাণের ভয়ে

নিজ বাসাতে ফিরে।

উড়িয়ে ধুলো শুকনো পাতা

ভাঙে গাছের ডাল

একপলকে উড়িয়ে যায়

কুঁড়ে ঘরের চাল।

বিজ্ঞাপন
বন্ধুদের লেখা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন