default-image

ঝাপসা, কুয়াশা, শিশিরস্নাত

প্রভাতে বেরোলাম ঘর থন

লেপে মুড়ে বেঘোরে ঘুমোয়

তনয়দ্বয়, বউয়ের তেলায়াতে অনুরণন।

বিজ্ঞাপন

বাইরে শুনি, খটাখট ধ্বনি, তিরিক্ষি

মেজাজে, হালকা দুলনি দৌড়

ঝাপটা লাগে, চোখ-মুখ ভাগে

কষ্টের মতো মুছে ফেলি, মৃদু অনুরাগে।

বন্ধুদের লেখা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন