নতুন জামা, নতুন প্যান্ট
চাই না বাবার কাছে
আলমারিতে অনেক জামা
রাখা আমার আছে।
এবার ঈদে ইচ্ছে আমার
দুঃখীর পাশে থাকা
বাড়ির পাশে আছে যারা
তাদের খবর রাখা।
এবার ঈদটা অন্য রকম
সবার আছে জানা
এবার ঈদে খুব জরুরি
স্বাস্থ্যবিধি মানা।
নতুন জামা, নতুন প্যান্ট
চাই না বাবার কাছে
আলমারিতে অনেক জামা
রাখা আমার আছে।
এবার ঈদে ইচ্ছে আমার
দুঃখীর পাশে থাকা
বাড়ির পাশে আছে যারা
তাদের খবর রাখা।
এবার ঈদটা অন্য রকম
সবার আছে জানা
এবার ঈদে খুব জরুরি
স্বাস্থ্যবিধি মানা।