এক কাপ চা

প্রতীকী ছবি
সংগৃহীত

এক কাপ চা আমার জীবনের প্রেমজ গল্প, রূপ রস গন্ধ।

এক কাপ চায়ের মাঝে আমি খুঁজে পাই বর্ণিল সুখ,

যার ধোঁয়ায় মিশে আছে আমার অজানা প্রেমের উড়ো চিঠি, যা কখনো পড়া হয়ে ওঠেনি।

এক কাপ চা আমার ভেতরের এক খণ্ড কবিতায় না বলা কিছু কথা, না লেখা কিছু গল্প, না পড়া কিছু উপন্যাস।

তোমাকে যখন জিজ্ঞেস করি, আজকের চা কেমন হয়েছে?

তার মানে বুঝে নিয়ো তোমার হাত ধরে ভোরের সূর্য দেখার বায়নাটা আমার মনের গহীনেই লুকিয়ে আছে।

তোমার অনুপস্থিতিতে রক্তিম সূর্যের রং আর গোধূলি বিকেল আমি এক কাপ চায়ের মাঝেই খুঁজে ফিরি।

আমার এই প্রেমটা যেন শুধু তোমাকে ঘিরে নয়, তোমার চোখের মাঝে প্রেমের দেহাতীত রূপ দেখতে চাওয়ার অভিলাষও।

গৃহস্থালির চিন্তা যেন আমাকে একাল থেকে ছুড়ে না মারে তাই তোমার মুখ থেকে ওই এক কাপ চায়ের সাথে পত্রিকার হেডলাইন শোনাও অভ্যাস করেছি।

অফিস যাওয়ার সময় সচেতনভাবে বলে যাওয়া

‘সম্পাদকীয় কলামটা পড়তে ভুলে যেয়ো না,

আর মেয়ের সাথে গল্প করো, আমার বিরহে মুখ থুবড়ে পড়ো না।’

এক কাপ চা শুধু চা নয়, একটি আর্তনাদের গল্প।

এক কাপ চায়ের মাঝে তুমি যখন চা–চিনির ঘনত্ব নির্ণয় কর, আমি তখন জীবনের স্বাদ আস্বাদনে ব্যস্ত!

এক কাপ চায়ের প্রতি চুমুকে চুমুকে ঝড় তোলে ভালোবাসার তুমুল গল্প। তুমি দেখতে পাও না বলেই হয়তো সমুদ্র হয়েও এক কাপ চায়ের মাঝেই আমি লুকিয়ে থাকি।