একুশ মানে মায়ের ভাষা
ভাই হারানোর গান,
শত্রুর কাছে হার না মানা
দামাল ছেলের দান।
একুশ মানে রফিক, শফিক
বরকতেরই রক্ত,
প্রাণটা দিল ভাষার জন্য
আমরা তাদের ভক্ত।
একুশ মানে এগিয়ে যাওয়া
ভয় কে করে তুচ্ছ,
হিমালয়ের মতো মাথা
করে রাখা উচ্চ।
একুশ মানে ভাষার স্মৃতি
মনের মাঝে লালন,
ফেব্রুয়ারির একুশ তারিখ
শহীদ দিবস পালন।