একুশ আমার বাংলা বইয়ের প্রিয় বর্ণমালা
একুশ আমার রক্তক্ষয়ী বুকের ব্যথা জ্বালা।
একুশ আমার রাষ্ট্রভাষার ঐতিহাসিক দিন
একুশ আমার রক্তে গড়া ভাষার কাছে ঋণ।
একুশ আমার বয়ে যাওয়া এক সমুদ্র ব্যথা
একুশ আমার গল্প বলার গাঁয়ের নকশিকাঁথা।
একুশ আমার নগ্ন পায়ে প্রভাতফেরির গান
একুশ আমার মায়ের ভাষার অমূল্য এক দান।
একুশ আমার ফিরে আসা বাংলাভাষার স্মৃতি
একুশ আমার বাঁশির সুরে গেয়ে যাওয়া গীতি।
একুশ আমার আত্মত্যাগের মহিমার সৌরভ
একুশ আমার বিশ্বদ্বারে পরিচয়ের গৌরব।