ছোট্টবেলার সেই ‘আমি’-টা নেই তো আগের মতো
দিনে দিনে পাল্টে গেছে ভিতর-বাহির যত।
সেই ‘আমি’-তে সবই ছিল শ্রদ্ধা ভালোবাসায়
মানুষ হবার মন্ত্র ছিল বেঁচে থাকার আশায়।
নতুন রূপে আমি কেবল নিজের ভালো বুঝি
ধনের মাঝে খুঁজি সদা বেঁচে থাকার পুঁজি।
এখন আমি সফল মানুষ অর্থকড়ি ধনে
আগের মতো ঘুম আসে না শান্তি পাই না মনে।
আজও আমি যাই হারিয়ে সোনাঝরা দিনে
এই ‘আমি’-টা হইনি আমি সেই ‘আমি’-কে বিনে।
নিজকে নিজে প্রশ্ন করি হয়ে অবনত
এই ‘আমি’-টা হই না কেন সেই ‘আমি’-টার মতো।