ঈদ হোক সকলের

প্রতীকী ফাইল ছবি

ধনী-গরিব নেই ভেদাভেদ
এই ঈদেতে ভাই
সবার মুখে থাকুক হাসি
এই কামনা তাই।

সবাই পরুক নতুন জামা
কাটুক রঙিন দিন
সবার ঘরে থাকুক হাসি
বাজুক খুশির বীণ।

ঈদের খুশি সবার তরে
ছড়িয়ে যাক রোজ
চলো সবাই গরিব দুঃখীর
নিয়ে আসি খোঁজ।

খানসামা, দিনাজপুর