ঈদের দিনে অনেক মজা
তুলনা যার নাই
সবাই মিলে মিষ্টি-সেমাই
গোশত-পোলাও খাই।
ধনী-গরিব ভেদাভেদের
সুতো ছিঁড়ে ফেলে—
ঈদগাহে যাই, এক কাতারে
দাঁড়াই বুড়ো-ছেলে।
নতুন জুতো পায়ে দিয়ে
নতুন জামা গায়ে—
সবার বাড়ি বেড়াই ঘুরে
রৌদ্রে কিবা ছায়ে।
নানারকম খেলা খেলি
ছেলেমেয়ে মিলে
ঈদ আমাদের ভালোবাসা
বাড়িয়ে দেয় দিলে।
টিভি দেখি, ছবি আঁকি
পড়ালেখা ফেলে
ঈদের দিনে মনপাখিটা
স্বাধীন ডানা মেলে।