সকালের এককাপ
চায়ের লিকারে ধোঁয়া বিলাও প্রেমে।
আমার দুষ্ট ঠোঁটে
অতৃপ্ত চুমুক যায় থেমে।
তুমি তুমি গন্ধ
স্নানের শেষ লজ্জা ভেজা তোয়ালেটা জুড়ে থাকবে—
মৃত্যু শুকিয়ে গেলেও
আমার তোমাকেই লাগবে।
দুপুরের আধভাঙা ঘুমে
রোদেলা বাতাসে
ধুলোপড়া রুমে
বিছানায় তুমি তুমি
নেশা জাগবে
কবরে অবরোধ হলেও
আমার তোমাকেই লাগবে।
নিশির মঞ্চে হলেও কারফিউ জারি
একই ভালোবাসা তোমার দেহের পাড়ায়
করবে প্রেমের মিছিল–
একশো চুয়াল্লিশ ধারা ছাড়ায়
ঝাঁঝরা হৃদয়ের লাশ
তুমি তুমি কাছে ডাকবে।
পৃথিবী ধ্বংস হলেও
আমার তোমাকেই লাগবে।
শুধু তোমাকেই লাগবে।