default-image

ন্যায্য পাওনা দাও না তোমরা

কাঁদি আমরা এই দুখেতে

আমরা শ্রমিক আছি বলে

তোমরা আছ খুব সুখেতে।

তোমাদের কাজ করতে গিয়ে

আমরা ঝরাই গায়ের ঘাম

ঝরাই রক্ত, হই আহত

তবুও নেই আমাদের দাম।

বিজ্ঞাপন

আটটি ঘণ্টা ডিউটি চাইলে

তোমাদের হয় মাথা নষ্ট

ঠিকমতোও দাও না বেতন

দাও আমাদের মনে কষ্ট।

মিছিল করলেই পুলিশ এনে

মারো বুকের মাঝে গুলি

চিরতরে বন্ধ করে

দাও আমাদের মুখের বুলি।

টঙ্গীবাড়ি, মুন্সিগঞ্জ

বন্ধুদের লেখা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন