সাপের মতো আঁকাবাঁকা
শ্যামল গাঁয়ে নদী
নয়নাভিরাম দৃশ্য দেখি
ঘুরতে আসি যদি।
নদীর কূলে নৌকা বাঁধা
দেখি সারি সারি
নদীর পাড়ে যায় যে দেখা
জেলে, মাঝির বাড়ি।
দেখতে যে পাই নদীর পাড়ে
নরম সবুজ ঘাস
সেই ঘাসেতে বাসা বোনে
রোজই বুনোহাঁস।
ইচ্ছে করে নদীর পাড়ে
ঘাসে শুয়ে থাকি
রংতুলিতে মনের মাঝে
দেশের ছবি আঁকি।