প্রথম তোমায় দেখে খুব অবাক হয়েছিলাম!
সময়টা খুব অল্প ছিল,
চোখ ফেরাতে ইচ্ছা হয়নি একটিবারও।
তবুও ফেরাতে হয়েছিল।
এক–দুটি কথাও হয়েছিল।
শেষ বিকেলে বিদায় দিলাম খুব শান্ত হয়ে।
বারবার মনে হয়েছিল,
কী যেন বাকি রয়ে গেল।
বহুদিন পর ঝড়ের মতো
সামনে এলে তুমি।
কেন যেন দেখতে পাইনি তোমায়।
সামনেই ছিলে, তবু অস্পষ্ট।
এরপর আর হয়নি দেখা।
হয়তো কখনো আর হবেও না,
তবুও দেখতে চাই তোমায়
আর একটিবার,
স্পষ্ট করে।