<p>জলের তলে ডুবেছে দেশ<br> ডুবেছে ঘরবাড়ি<br> ডুবেছে সব রাস্তাঘাট<br> চলছে না গাড়ি।</p>.<p>মানবেতর কাটছে দিন<br> খোলা মাঠের নিচে,<br> মাথার পড়ে ঝড়–বৃষ্টি<br> কেমনে প্রাণ বাঁচে।</p>.<p>মাঠের ফসল ডুবে গেছে<br> খাবার ঘরে নেই,<br> নেতার পিছু ঘুরছে লোক<br> বাঁচতে ত্রাণ চায়।</p>.<p>বিদ্যালয়টা বন্ধ আজ<br> ডুবে বানের জলে,<br> পরীক্ষাটাও হচ্ছে না<br> বন্যার গ্যাঁড়াকলে।</p>
<p>জলের তলে ডুবেছে দেশ<br> ডুবেছে ঘরবাড়ি<br> ডুবেছে সব রাস্তাঘাট<br> চলছে না গাড়ি।</p>.<p>মানবেতর কাটছে দিন<br> খোলা মাঠের নিচে,<br> মাথার পড়ে ঝড়–বৃষ্টি<br> কেমনে প্রাণ বাঁচে।</p>.<p>মাঠের ফসল ডুবে গেছে<br> খাবার ঘরে নেই,<br> নেতার পিছু ঘুরছে লোক<br> বাঁচতে ত্রাণ চায়।</p>.<p>বিদ্যালয়টা বন্ধ আজ<br> ডুবে বানের জলে,<br> পরীক্ষাটাও হচ্ছে না<br> বন্যার গ্যাঁড়াকলে।</p>