হৃদয়জুড়ে সে হেঁটে বেড়ায়, মুক্ত অবাধ বিচরণ
তার অপলক দৃষ্টিতে যেন এক মায়াবী সম্মোহন
খোঁপায় ফুলের মালা, গন্ধে মাতোয়ারা চঞ্চলা মন
নিশ্বাসে–প্রশ্বাসে অনুভবে জাগে আলতো শিহরণ।
সে আসে রোজ স্বপ্নের দেশে, মায়াবী আবেশে
কোমল স্পর্শ অনুভব করি, বুকের ঠিক বাম পাশে
লোবানের সুগন্ধি মাখা অঙ্গে আমাতে যায় সে মিশে
হঠাৎ চুপিসারে করে প্রস্থান, সারা রাতের গল্প শেষে।
সে যে নয়তো কোনো কল্পনা, নয়তো কোনো বাসনা
কিংবা জৈবিক শিহরণে জেগে ওঠা কোনো কামনা
সে যে আমার হাজারো রজনীর একাগ্র আরাধনা
মস্তিষ্কজুড়ে শুধুই তার পবিত্র প্রেমের কাব্যবন্দনা।
কুইন্স, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র