মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকারে প্রীতি ফুটবল ম্যাচ

খেলা শুরুর পূর্বে গাজীপুর বন্ধুসভা ও মানবকল্যাণ যুব ফাউন্ডেশনের খেলোয়াড়রাছবি: বন্ধুসভা

বন্ধুত্ব, খেলাধুলা আর মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকারে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেছে গাজীপুর বন্ধুসভা। ১৮ জুলাই সকালে গাজীপুর সদরের ফাকাইল গুচ্ছগ্রাম মাঠে এটি অনুষ্ঠিত হয়। উচ্ছ্বাস আর প্রাণের মিলনমেলায় রূপ নেওয়া এই খেলায় অংশ নিয়েছে গাজীপুর বন্ধুসভা ও মানবকল্যাণ যুব ফাউন্ডেশন।

ভোর সাতটায় দুই দলের খেলোয়াড় ও সংগঠনের সদস্যরা মাঠে জড়ো হন। সকাল আটটায় খেলার শুভ উদ্বোধন করেন গাজীপুর বন্ধুসভার সভাপতি বাবুল ইসলাম ও সাধারণ সম্পাদক আরিফ হোসেন। পুরো ম্যাচ পরিচালনা করেন বন্ধুসভার বন্ধু নাজমুল হোসাইন।

শুরুতেই বন্ধুসভার পক্ষে বন্ধু রাশেদ ১০ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দেন। এর পর থেকেই খেলায় প্রাধান্য নিতে শুরু করে মানবকল্যাণ যুব ফাউন্ডেশন। দলটির হয়ে পলাশ জোড়া গোল করেন। এ ছাড়া রাজু, কামরুল ও তরিকুল একটি করে গোল করেন। শেষ পর্যন্ত ৫-১ গোলের বড় ব্যবধানে জয় পায় মানবকল্যাণ যুব ফাউন্ডেশন।

খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে মেডেল ও ট্রফি তুলে দেওয়া হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন গাজীপুর বন্ধুসভার সভাপতি বাবুল ইসলাম, সহসভাপতি জহিরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান।

৫-১ গোলের বড় ব্যবধানে জয় পেয়েছে মানবকল্যাণ যুব ফাউন্ডেশন
ছবি: বন্ধুসভা

খেলা দেখতে মাঠে উপস্থিত ছিল স্থানীয় শতাধিক শিশু-কিশোর ও এলাকাবাসী। মাঠজুড়ে ছিল উৎসবের আমেজ। খেলা দেখতে আসা গুচ্ছগ্রামের কয়েকজন দর্শক বলেন, ‘এমন আয়োজন এখানে সচরাচর হয় না। আজকের খেলা দেখে খুব ভালো লেগেছে। বারবার এমন আয়োজন চাই।’

মানবকল্যাণ যুব ফাউন্ডেশনের খেলোয়াড় কামরুল ও তরিকুল বলেন, ‘দারুণ একটি আয়োজন। আজকের খেলায় অংশ নিতে পেরে বন্ধুসভা সম্পর্কে জানতে পেরেছি। ভবিষ্যতেও এমন আয়োজন হোক, একসঙ্গে দেশের জন্য কাজ করব। আমরা রক্তদান ও স্বেচ্ছাসেবায় কাজ করি, আজ খেলাধুলার মাধ্যমে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হলো।’

খেলা শেষে দুই সংগঠনের সদস্যরা সৌহার্দ্য বিনিময় করেন এবং মাদকমুক্ত সুন্দর দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। পুরস্কার বিতরণীতে বন্ধুসভার সাধারণ সম্পাদক আরিফ হোসেন বলেন, ‘বন্ধুসভা শুধু পাঠচক্রের সংগঠন নয়, এটি সমাজের ইতিবাচক ও গঠনমূলক কাজেও অংশ নেয়।’ এ সময় তিনি মানবকল্যাণ যুব ফাউন্ডেশনের সদস্যদের বন্ধুসভার পাঠচক্রে অংশ নেওয়ার আমন্ত্রণ জানান।

সমাপনী বক্তব্যে বন্ধুসভার সভাপতি বাবুল ইসলাম বলেন, ‘মাদকমুক্ত থাকতে হলে নিয়মিত খেলাধুলা করতে হবে। খেলাধুলা দেহ ও মন—দুটোকেই ভালো রাখে। বন্ধুসভা সব সময় মাদকের বিরুদ্ধে। আসুন, আমরা সবাই মাদক থেকে দূরে থাকার অঙ্গীকার করি।’

বন্ধু, গাজীপুর বন্ধুসভা