সিলেট বন্ধুসভার ইনডোর গেমস প্রতিযোগিতা
ইনডোর গেমস মানসিক দক্ষতা, ধৈর্য ও মনোযোগ বৃদ্ধি, পরিকল্পনার দক্ষতা বাড়ায়। স্ট্রেস কমিয়ে বিনোদন ও স্বাস্থ্যকর প্রতিযোগিতার সুযোগ করে দেয়। ৪ জুলাই প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো সিলেট বন্ধুসভার বর্ষাকালীন ইনডোর গেমস প্রতিযোগিতা। প্রথম আলোর সিলেট অফিসের বন্ধুসভা কক্ষে এটি অনুষ্ঠিত হয়।
দাবা, ক্যারম ও ওনো— এই তিন খেলাকে ঘিরে বন্ধুসভা কক্ষ মুখর হয়ে ওঠে। বেলা দুইটা থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতায় অংশ নেন বন্ধুসভার সদস্যরা। খেলার প্রতিটি মুহূর্ত ছিল টানটান উত্তেজনা আর আনন্দে ভরপুর। খেলার পাশাপাশি গল্প, আড্ডা আর হাসি-আনন্দে মুখর ছিল পুর পরিবেশ।
দাবা খেলায় বিজয়ী হয়েছেন বন্ধু সমরজিৎ হালদার ও রানারআপ প্রীতম তালুকদার। ক্যারাম খেলায় বিজয়ী হয়েছেন বন্ধু কিশোর দাস ও রানারআপ পিয়াস সরকার। ওনো খেলায় বিজয়ী হয়েছেন বন্ধু ফারিহা ফিমা ও রানারআপ অনুপমা দাস।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণ করেন সভাপতি দেব রায় সৌমেন, সাধারণ সম্পাদক শ্রেয়ান ঘোষ, সাংগঠনিক সম্পাদক শেখ ফয়সাল ও কার্যনির্বাহী সদস্য সমীর বৈষ্ণব। এ পর্ব সঞ্চালনা করেন অর্থ সম্পাদক সুবর্ণা দেব।
সভাপতি দেব রায় সৌমেন বলেন, ‘বন্ধুত্ব মানেই একে অপরের পাশে থাকা। খেলার মাঠে যেমন প্রতিদ্বন্দ্বিতা থাকে, তেমনি থাকে মজা আর ভালোবাসা। এ আয়োজন শুধুই প্রতিযোগিতা নয়; বরং বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় করার সুযোগ। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন নিয়মিত হবে।’
খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক শাহরিয়ার হক, বন্ধু সুমন দাশ ও কিশোর দাস। শাহরিয়ার হক বলেন, ‘বন্ধুরা একসঙ্গে কিছু সময় কাটানোর সুযোগ পেলে মনের ক্লান্তি দূর হয়। সবাই খুব আন্তরিকতা নিয়ে অংশ নিয়েছে, এটা আমাদের বড় পাওয়া। সামনে আরও নতুন কিছু আয়োজনের পরিকল্পনা রয়েছে। আশা করি, সবাই সাড়া দেবে।’
খেলায় আরও অংশগ্রহণ করেন দেব রায় সৌমেন, সমীর বৈষ্ণব, ফয়সাল আহমেদ, শ্রেয়ান ঘোষ, হিয়া রহমান, সুবর্ণা দেব, প্রণব চৌধুরী, কৃত্ত ছত্রী, সুমন দাশ, অম্লাণ রায়, যুবরাজ রায়, মাহবুব হোসেন, দুরন্তসহ অন্য বন্ধুরা।