চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ
মাদকের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করেছে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা। ২৬ জুন বিশ্ব মাদকবিরোধী দিবসে ‘তরুণ আমি স্বপ্ন দেখি, মাদক থেকে দূরে থাকি’ স্লোগানে চাঁপাইনবাবগঞ্জ আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে এটি অনুষ্ঠিত হয়।
খেলায় বন্ধুসভার বন্ধুরা ‘শাপলা’ ও ‘জবা’ দুই দলে বিভক্ত হয়ে অংশগ্রহণ করেন। ফুটবল ম্যাচের উদ্বোধন ঘোষণা করেন চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা আজিজুর রহমান। এ সময় তিনি খেলোয়াড় ও বন্ধুদের উদ্দেশে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মধ্য দিয়ে খেলায় অংশগ্রহণের আহ্বান জানান।
টান টান উত্তেজনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় প্রথমার্ধের খেলা। তবে গোলের দেখা পায়নি কোনো দল। বিরতির পর দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে একের পর এক পায়ের জাদু দেখিয়ে দর্শকদের চরম উত্তেজনার মধ্যে রাখেন দুই দলের খেলোয়াড়েরা। বেশ কিছু ভালো সুযোগ তৈরি করলেও গোল করতে পারেনি কেউ। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র হয়। ট্রাইব্রেকারে ৩–১ গোলের ব্যবধানে জয় পায় জবা দল।
খেলা শেষে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য দেন উপদেষ্টা আয়েশ উদ্দিন, সভাপতি আরাফাত মিলেনিয়াম, অর্থ সম্পাদক আলীউজ্জামান নূর, সাংস্কৃতিক সম্পাদক আনিফ রুবেদ প্রমুখ।
বক্তারা বলেন, ‘মাদক সমাজ ও জাতিকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। জীবনকে কেড়ে নেয়, জীবনের স্বাভাবিক গতি ব্যাহত করে। মাদক সমাজের এমন একটি মরণব্যাধি, আত্মঘাতীমূলক জীবনপ্রবাহ, আত্মহননের অসৎ ও বিপথগামী পথ, যা আমাদের জীবন দুর্বিষহ করে তোলে, অন্ধকার নিয়ে আসে পরিবারে, ধ্বংস করে পারিবারিক সম্প্রীতি। মাদক গ্রহণের ফলে বর্তমানে তরুণসমাজ নানা অপরাধে জড়িয়ে পড়ছে। খুব অল্প বয়সেই তারা মাদকের প্রতি আসক্ত হচ্ছে। এমন পরিস্থিতিতে তাদের মাদক থেকে দূরে রাখার জন্য পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় আগ্রহী করে তুলতে হবে।’
সভাপতি, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা