লেখক বন্ধু উৎসব: পুরস্কার পেলেন যাঁরা
‘লেখক হতে চাইলে বই পড়ার বিকল্প নেই। ভালো লেখক হতে হলে প্রচুর বই পড়তে হবে। লেখালেখির কাজটাকে গুরুত্বপূর্ণ মনে করতে হবে, লিখে যেতে হবে।’ প্রথম আলো বন্ধুসভার লেখক বন্ধু উৎসবে নবীন লেখকদের উদ্দেশে কথাগুলো বলেন কবি ও কথাসাহিত্যিক আনিসুল হক।
সারা দেশের বন্ধুসভার অসংখ্য বন্ধু নিয়মিত লেখালেখি করেন। এই লেখক বন্ধুদের লেখার মান উন্নয়ন এবং লেখালেখিতে আরও উৎসাহিত করতে দ্বিতীয়বারের মতো লেখক বন্ধু উৎসবের আয়োজন করেছে বন্ধুসভা জাতীয় পর্ষদ। আজ শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ের সভাকক্ষে এই উৎসব চলে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
উৎসবে ‘লেখক বন্ধু পুরস্কার’ দেওয়া হয়। এ বছর পুরস্কার পেয়েছেন পাঁচজন বন্ধু। তাঁরা হলেন নূরে জান্নাত, রাসেল রাজ, রশীদ এনাম, সৌরভ আহমেদ ও নাহিদ হোসাইন। পুরস্কার হিসেবে তাঁদের হাতে স্মারক, সনদ ও বই তুলে দেওয়া হয়। এ ছাড়া অংশগ্রহণকারী সবাইকে উপহার হিসেবে দেওয়া হয়েছে সনদ ও বই।
উৎসবে ‘কবিতা: ভাব, ছন্দ ও ভাষাপ্রয়োগ’ বিষয়ে আলোচনা করেন কবি কামরুজ্জামান কামু। তিনি বলেন, কবিতা লেখার কলাকৌশল জানতে হলে কবিতা বেশি বেশি পড়তে হবে। ছন্দ জানতে হবে। কবিতা ধ্বনি নিয়ে এগোয়, আর ভাষা ধ্বনিনির্ভর। ধ্বনির বিন্যাসই হচ্ছে ছন্দ। কবিতার ভাষা ইঙ্গিতপূর্ণ। সেখানে কিছু কৌশল থাকে, যেমন উপমা। এগুলো প্রথমেই শিখে নিতে হবে।
‘গল্প লেখা, গল্প বলা’ বিষয়ে দিকনির্দেশনা দেন কথাসাহিত্যিক মোহিত কামাল। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ‘জীবনের সহিত সম্পর্কিত যা কিছু আছে, সবই গল্প। গল্পের উপকরণ আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে। লেখকের পর্যবেক্ষণ ক্ষমতা থাকতে হবে।’
লেখক-প্রকাশক আলাপচারিতা পর্বে বন্ধুসভার লেখক বন্ধুদের সঙ্গে উন্মুক্ত আলোচনায় অংশ নেন সুবর্ণ প্রকাশনীর প্রকাশক শাহরিন হক, নৈঋতা ক্যাফের প্রকাশনা উপদেষ্টা রাহেল রাজিব ও স্বরে অ প্রকাশনীর প্রকাশক আবু বকর সিদ্দিক। ‘লেখা প্রকাশে করণীয়: গুণমান, ভাষারীতি, শব্দ ও পাতা বিন্যাস, প্রকাশনা কৌশল’ নিয়ে আলোচনার পাশাপাশি অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তাঁরা।
‘পত্রিকার জন্য লেখালেখি: ধরন, শব্দসীমা ও যোগাযোগ’ বিষয়ে কথা বলেন প্রথম আলোর জ্যেষ্ঠ সহসম্পাদক (সাহিত্য, অন্য আলো) ফিরোজ এহতেশাম। তিনি বলেন, ‘পত্রিকায় লেখা ছাপানোর ক্ষেত্রে লেখার মান দেখা হয়।’
সকালে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে লেখক বন্ধু উৎসব শুরু হয়। স্বাগত বক্তব্য দেন ঢাকা মহানগর বন্ধুসভার সভাপতি মাহমুদা মুহসিনা বুশরা, লেখক বন্ধু উৎসব ২০২৫-এর আহ্বায়ক সৌমেন্দ্র গোস্বামী, জাতীয় পর্ষদের সভাপতি জাফর সাদিক ও সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন মল্লিক। জাফর সাদিক জানান, এই পুরস্কারের সুনাম দেশব্যাপী ছড়িয়ে দিতে চান।
এবছর ‘লেখক বন্ধু পুরস্কার’ পেয়েছেন পাঁচজন বন্ধু। তাঁরা হলেন নূরে জান্নাত, রাসেল রাজ, রশীদ এনাম, সৌরভ আহমেদ ও নাহিদ হোসাইন। পুরস্কার হিসেবে তাঁদের হাতে স্মারক, সনদ ও বই তুলে দেওয়া হয়। এ ছাড়া অংশগ্রহণকারী সবাইকে দেওয়া হয়েছে সনদ ও বই উপহার।
বন্ধুসভার এই আয়োজনে সহযোগী হিসেবে ছিল সুবর্ণ প্রকাশনী, নৈঋতা ক্যাফে ও স্বরে অ প্রকাশনী।