রংপুর বন্ধুসভার প্রকাশনা ‘বুলি’র মোড়ক উন্মোচন

রংপুর বন্ধুসভার প্রকাশনা ‘বুলি’র মোড়ক উন্মোচন
ছবি: রংপুর বন্ধুসভা

মুজিব শতবর্ষ ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে রংপুরে প্রথম আলো বন্ধুসভার প্রকাশনা ‘বুলি’র মোড়ক উন্মোচন করা হয়েছে। ৩১ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় প্রথম আলোর রংপুর অফিসে মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক তুহিন ওয়াদুদ, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক উমর ফারুক ও প্রথম আলো রংপুরের নিজস্ব প্রতিবেদক আরিফুল হক।

অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করেন বিদায়ী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বৃষ্টি প্রামাণিক। আলোচনায় অংশ নেন বিদায়ী কমিটির সভাপতি হুসাইন আল মামুন, সাধারণ সম্পাদক রওনক জাহান প্রমুখ। বক্তারা বলেন, একটি ভালো কাজের মধ্য দিয়ে রংপুর প্রথম আলো বন্ধুসভা ২০২১ সাল শেষ করল। এটি আগামীতে আরও বেশি ভালো কিছু করার সাহস ও অনুপ্রেরণা যোগাবে।

রংপুর বন্ধুসভার প্রকাশনা ‘বুলি’র মোড়ক উন্মোচন
ছবি: রংপুর বন্ধুসভা

মোড়ক উন্মোচন শেষে প্রকাশনা ‘বুলি’র সম্পাদক মাহমুদ নাসির বলেন, ‘রংপুর বন্ধুসভার নিয়মিত প্রকাশনা ‘বুলি’। তবে এবার এই প্রকাশনার তাৎপর্য অনেক। জাতির জনকের জন্মশতবার্ষিকী ও বিজয়ের সুবর্ণজয়ন্তীতে ‘বুলি’ কলেবরে বিশাল। প্রকাশিত লিটল ম্যাগাজিনটিতে বন্ধুদের চমত্কার লেখা রয়েছে। আমরা না থাকলেও এই সৃষ্টি, এই লেখাগুলো থাকবে।’

রংপুর বন্ধুসভার প্রকাশনা ‘বুলি’র মোড়ক উন্মোচন
ছবি: রংপুর বন্ধুসভা

‘বুলি’র এবারের প্রচ্ছদ ও অলংকরণ করেছেন হৃষিকেশ রায়। আলোচনায় অংশ নিয়ে হৃষিকেশ রায় বলেন, ‘আজ আমার স্মরণীয় দিন। আমার অঙ্কিত প্রচ্ছদ ও অলংকরণে এটি প্রথম প্রকাশিত ম্যাগাজিন। হাতে পেয়ে ভীষণ ভালো লাগছে।’

সাবেক প্রশিক্ষণ সম্পাদক, রংপুর বন্ধুসভা