নোবিপ্রবি বন্ধুসভার ভাঁজপত্র ‘দুর্নিবার’ প্রকাশ

মোড়ক উন্মোচন করেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. আনিসুজ্জামানছবি: বন্ধুসভা

ভাষা আন্দোলন ও একুশ বাঙালির জাতীয় জীবনের এক অবিচ্ছেদ অধ্যায়। এই একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সেটিকে আরও গভীরভাবে ধারণ করতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা প্রকাশ করেছে ভাঁজপত্র ‘দুর্নিবার’। ২৫ ফেব্রুয়ারি এটির মোড়ক উন্মোচন করেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. আনিসুজ্জামান।

অধ্যাপক মো. আনিসুজ্জামান এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ‘নোবিপ্রবি বন্ধুসভার এই ব্যতিক্রমী উদ্যোগকে আমি স্বাগত জানাই। পরবর্তী সময়ে আরও এমন ব্যতিক্রম কার্যক্রম হোক, এই আশা রাখি।’

এ সময় উপস্থিত ছিলেন সভাপতি আবু রায়হান, সাধারণ সম্পাদক নাহিন সুলতানা, যুগ্ম সাধারণ সম্পাদক উম্মে মেহেরুন সরকার এবং অর্থ সম্পাদক সানজিদ মুনতাসির।

ম্যাগাজিন সম্পাদক সানজিদা ইসলাম সম্পাদিত এই ভাঁজপত্রে লিখেছেন নোবিপ্রবি বন্ধুসভার বন্ধু কাউসার আলম, সুপ্রিয়া রাণী দেবী, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক ইতু রাণী কুরী, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক নকীবুল হক এবং বন্ধু আজিজ মাহমুদ।

এর আগে বন্ধুদের কাছ থেকে লেখা আহ্বান করা হয়েছিল। পাঠানো লেখা থেকে বাছাইকৃত ছড়া, কবিতা এবং গদ্য নিয়ে প্রকাশিত হয়েছে ভাঁজপত্র দুর্নিবারের চতুর্থ সংখ্যা।