ওয়াসিমা তাসনিমের প্রথম উপন্যাস ‘পাণ্ডুলিপি ও ভয়ংকর বিপদ’

প্রকাশ পেল ওয়াসিমা তাসনিমের প্রথম উপন্যাস ‘পাণ্ডুলিপি ও ভয়ংকর বিপদ’

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে তরুণ লেখক ওয়াসিমা তাসনিমের প্রথম উপন্যাস ‘পাণ্ডুলিপি ও ভয়ংকর বিপদ’। এটি গোয়েন্দাকাহিনি-নির্ভর। প্রকাশ করেছে কাকলী প্রকাশনী। বইমেলায় প্রকাশনীর স্টলে বইটি পাওয়া যাচ্ছে। মুদ্রিত মূল্য ১৮০ টাকা।

বইটি পড়তে গিয়ে পাঠকেরা পরিচিত হবেন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান বিখ্যাত লেডি ডিটেকটিভ ওয়ালিসা হোসেনের সঙ্গে। যিনি পারিবারিক কারণে দেশে ফিরে আসে। দেশের নামকরা প্রকাশনীর মালিক আনিসুর রহমানের কোটি টাকা সমমূল্যের পাণ্ডুলিপি চুরির কেসের তদন্তে জড়িয়ে পড়ে। একটা সময় চুরির কেসটি মার্ডার কেসে রূপ নেয়। বাংলাদেশে এসে নতুন পরিবেশ এবং নানা প্রতিকূলতার সঙ্গে খাপ খাইয়ে নিয়ে ওয়ালিসা কীভাবে কেসটা সমাধান করল? কীভাবে বেরিয়ে এল শর্ষের ভেতর ভূত?

ওয়াসিমা তাসনিম প্রথম আলো বন্ধুসভার দীর্ঘদিনের বন্ধু। প্রথম ছিলেন সিলেটের এমসি কলেজ বন্ধুসভায়। বর্তমানে ঢাকা মহানগর বন্ধুসভার তথ্য ও প্রযুক্তি সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

একনজরে
বই: পাণ্ডুলিপি ও ভয়ংকর বিপদ
লেখক: ওয়াসিমা তাসনিম
ধরণ: থ্রিলার উপন্যাস
প্রকাশনী: কাকলী
মূল্য: ১৮০ টাকা