অমর একুশে বইমেলা ২০২৫-এ প্রকাশিত হয়েছে উত্তরা টাউন কলেজ বন্ধুসভার বন্ধু তরুণ কবি নাঈম আহমেদের কাব্যগ্রন্থ ‘তিতাস পাড়ের মেয়ে’। এটি তাঁর রচিত দ্বিতীয় বই।
সাহিত্যপিডিয়া পাবলিকেশন থেকে প্রকাশিত বইটি এরই মধ্যে অনলাইন প্ল্যাটফর্মে জনপ্রিয়তা পেয়েছে। পৌঁছে গেছে দেশের বিভিন্ন প্রান্তে। পাঠকমুখে প্রশংসা শোনা যাচ্ছে। বইটি পাওয়া যাচ্ছে বইমেলার ৪০৪-৪০৫ নম্বর স্টলে, রেনেসাঁ পাবলিকেশনে।
বইটি সম্পর্কে নাঈম আহমেদ বলেন, ‘আমি কবিতার নাম দিয়েছি প্রেম, কবিতার নাম দিয়েছি বিদ্রোহ। কখনো কবিতাই অস্ত্র, কখনো কবিতাই সভ্যতার ইতিকথা। কবিতার আরেক নাম প্রকৃতি। কবিতা মানে ফেলে আসা স্মৃতি। কবিতা জীবনের কথা বলে। কবিতা প্রেম, বিরহ কিংবা বিদ্রোহের আগুন জ্বালে। কবিতা ভালোবাসতে শেখায়। কবিতা হাসতে শেখায়।’
নাঈম আহমেদ আরও বলেন, কবিতায় মানুষের জীবনের প্রতিচ্ছবি ফুটিয়ে তোলা হয়। ফুটিয়ে তোলা হয় প্রকৃতি, দেশ, জাতি, ধর্ম, বর্ণ, শোষণ ও শাসনের কথা। কবিতায় ফুটে ওঠে ন্যায়-অন্যায়ের কথা। কবিতায় প্রকাশ পায় না–বলা সুপ্ত হৃদয়ের ব্যথা। এমনি কিছু বিষয়বস্তুর সমন্বয়ে দীর্ঘদিনের সঞ্চিত কিছু শব্দকে একত্র করে ছন্দের জাদুতে বেঁধে কবিতার রূপ দিয়ে প্রকাশ করা হয়েছে বইটি। বইটিতে পাঠকেরা খুঁজে পাবেন ছন্দের ঢেউ খেলানো কথা। খুঁজে পাবেন দেশপ্রেম কিংবা কিছুটা বিদ্রোহের ছাপ।