মিরপুর বন্ধুসভার ভাঁজপত্র ‘মা মমতাময়ী’
মা দিবস উপলক্ষে ভাঁজপত্র ‘মা মমতাময়ী’ প্রকাশ করেছে মিরপুর বন্ধুসভা। ১২ মে এটির মোড়ক উন্মোচন করেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি সাইদুজ্জামান রওশন, শিশুসাহিত্যিক আক্তার হোসাইন এবং লেখক ও সাংবাদিক আশফাকুজ্জামান।
সাইদুজ্জামান রওশন বলেন, ‘এ ধরনের প্রকাশনার মাধ্যমে যেমন মায়েদের প্রতি বন্ধুদের গভীর শ্রদ্ধাবোধ ও ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটবে, তেমনি বন্ধুদের লেখালেখি ও সাহিত্যচর্চার প্রতি আগ্রহ তৈরি হবে।’
ভাঁজপত্রে মিরপুর ছাড়াও বন্ধুসভার অন্য বন্ধুরাও লেখা দিয়েছেন। কেউ লিখেছেন কবিতা, কেউ ছড়া, আবার কেউ কেউ লিখেছেন মাকে নিয়ে ভালো লাগার কোনো ঘটনা নিয়ে।
মিরপুর বন্ধুসভার সভাপতি অপূর্ব বড়ুয়া বলেন, ‘মা শাশ্বত চিরন্তন একটি আশ্রয়ের নাম। মা আমাদের প্রথম কথা বলা শেখান। “মা” শব্দটি মনে করিয়ে দেয় অকৃত্রিম স্নেহ, মমতা ও গভীর ভালোবাসার কথা। শুধু একটি নির্দিষ্ট দিনে নয়, মায়েদের প্রতি আমাদের শ্রদ্ধা প্রতিটি দিনের, প্রতিটি মুহূর্তের হোক।’ ভাঁজপত্র নিয়ে তিনি বলেন, ‘“মা-মমতাময়ী”প্রকাশনার মাধ্যমে নতুন লেখক ও কবি সৃষ্টি হবে। লেখালেখির প্রতি তরুণদের আগ্রহ বৃদ্ধি পাবে।’
পৃথিবীর সব মায়ের প্রতি শ্রদ্ধা–সম্মান জানিয়ে ও বন্ধুসভার বন্ধুদের প্রয়াত মায়েদের স্মরণে মিরপুর বন্ধুসভার এ উদ্যোগ। ভাঁজপত্রের পৃষ্ঠপোষকতা করেছেন আবদুস সোবহান শোভন।
মোড়ক উন্মোচনের সময় আরও উপস্থিত ছিলেন সহসভাপতি মফিজুল ইসলাম, বন্ধু মিজানুর রহমানসহ অন্য বন্ধুরা।
সহসভাপতি, মিরপুর বন্ধুসভা