জাকারিয়া কামালের প্রথম উপন্যাস ‘বিশ্বস্ত প্রতারক’

জাকারিয়া কামালের প্রথম উপন্যাস ‘বিশ্বস্ত প্রতারক’

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে ড্যাফোডিল বন্ধুসভার বন্ধু জাকারিয়া কামালের প্রথম উপন্যাস ‘বিশ্বস্ত প্রতারক’। প্রকাশ করেছে পুস্তক প্রকাশন।

বইটি নিয়ে লেখক বলেন, ‘আমরা কারও না কারও কাছে বিশ্বস্ত, আবার কারও কাছে ভিলেন। একই মানুষকে কেউ অন্ধের মতো বিশ্বাস করে, আবার সেই মানুষটাকে অন্য কেউ প্রতারক হিসেবে জানে। মানুষ সব সময় দ্বৈত আচরণ করে। কেন করে?’

বিশ্বস্ত ও প্রতারণা, এই দুই মিলেই মানুষ। এ জন্য মানুষের মূল কম্পোনেন্ট পরিবর্তন হয় না, হতে পারে না; মানুষের মূল উপাদান এ দুটিই। বাকি সব ভণ্ডামি। কিন্তু ব্যক্তিবিশেষ, অবস্থাভেদে মানুষের বিশ্বস্ততা ও প্রতারণা—এই দুই-ই হয়ে থাকে, প্রেমিক থেকে সমাজ, সমাজ থেকে রাষ্ট্রময়। এ জন্য বিপ্লবী কারও কাছে দেশদ্রোহী, কারও কাছে মুক্তির দূত।

এলিট সমাজের টানাপোড়েন, বিশ্ববিদ্যালয়জীবনের গল্প, ছেড়ে চলে যাওয়ার গল্প, একজন শিক্ষার্থীর বিদেশে পড়তে যাওয়া, ব্রোকেন ফ্যামেলির একাকিত্ব—সব মিলিয়ে আমাদের দ্বিচারিতার গল্প নিয়ে লেখা বইটি জীবনের টানাপোড়েন, অস্থিরতা, অসংগতি, বন্দী থেকে মুক্তির কথা বলে। বিপ্লব থেকে বিদ্রোহ সবকিছু স্থান পেয়েছে এই বইয়ে।

বন্ধু জাকারিয়া কামাল তাঁর উপন্যাস ‘বিশ্বস্ত প্রতারক’ নিয়ে ১৮ ফেব্রুয়ারি উপস্থিত ছিলেন প্রথম আলো বন্ধুসভার ‘বন্ধুর বই’ লাইভ অনুষ্ঠানে। স্মার্টফোন ব্র্যান্ড অনারের সহযোগিতায় অমর একুশে বইমেলা থেকে লাইভটি বন্ধুসভার ফেসবুক পেজে সম্প্রচারিত হয়েছে। সঞ্চালনায় ছিলেন ঢাকা মহানগর বন্ধুসভার বন্ধু ওয়াসিমা তাসনিম।

একনজরে
বই: বিশ্বস্ত প্রতারক
লেখক: জাকারিয়া কামাল
ধরন: উপন্যাস
প্রকাশনী: পুস্তক প্রকাশন
মূল্য: ৩০০