স্বাধীনতা দিবসে নারায়ণগঞ্জ বন্ধুসভার ভাঁজপত্র প্রকাশ

নারায়ণগঞ্জ বন্ধুসভার ভাঁজপত্র ‘অগ্নির স্বাধীনতা’ প্রকাশছবি: বন্ধুসভা

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ভাঁজপত্র ‘অগ্নির স্বাধীনতা’ প্রকাশ করেছে নারায়ণগঞ্জ বন্ধুসভা। ২৬ মার্চ বেলা ১১টায় জেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এটির মোড়ক উন্মোচন করা হয়।

‘অগ্নির স্বাধীনতা’ ভাঁজপত্রে লিখেছেন উপদেষ্টা উজ্জ্বল উচ্ছ্বাস, সহসভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মৌন লাকি, সাংস্কৃতিক সম্পাদক আব্দুল হান্নান, প্রশিক্ষণ সম্পাদক জেসমিন আক্তার, কার্যনির্বাহী সদস্য গাজী খায়রুজ্জামান ও হাসানুজ্জামান। সম্পাদনা করেছেন সভাপতি নয়ন আহমেদ।

নারায়ণগঞ্জ বন্ধুসভার ভাঁজপত্র ‘অগ্নির স্বাধীনতা’ প্রকাশ

মোড়ক উন্মোচনের পর বিভিন্ন গুণী মানুষ ও শিক্ষার্থীদের মধ্যে ভাঁজপত্রটি বিতরণ করা হয়। বিতরণ শেষে ভাঁজপত্রে প্রকাশিত লেখা নিয়ে বন্ধুরা পাঠচক্র করেন। পাঠচক্রে হাসানুজ্জামানের প্রবন্ধ ‘স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্য’ আলোচনা করা হয়। বন্ধুরা তাঁদের লেখা কবিতাগুলো আবৃত্তি করে শোনান।

উপদেষ্টা ভবানি শংকর রায় প্রত্যাশা ব্যক্ত করে বলেন, ‘ভাঁজপত্রে আজকে যাদের লেখা প্রকাশ পেয়েছে, একদিন তাঁদের লেখা বই হিসেবে প্রকাশ পাবে।’

ম্যাগাজিন সম্পাদক, নারায়ণগঞ্জ বন্ধুসভা