কাইস বিন আহমদের প্রথম কাব্যগ্রন্থ ‘প্রণয় আলাপন’

কাইস বিন আহমদের প্রথম কাব্যগ্রন্থ ‘প্রণয় আলাপন’

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে ঢাকার মিরপুর বন্ধুসভার বইমেলা সম্পাদক কাইস বিন আহমদের কাব্যগ্রন্থ ‘প্রণয় আলাপন’। বইটি প্রকাশ করেছে অমর প্রকাশনী। মুদ্রিত মূল্য ২০০ টাকা।

বইটি নিয়ে লেখক বলেন, ‘বইটি আমার প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ। বইটিতে প্রেমের কবিতা যেমন আছে, তেমনি আছে সমসাময়িক বিষয়ের ওপরও নানা কবিতা।’

বন্ধু কাইস বিন আহমদ তাঁর কাব্যগ্রন্থ ‘প্রণয় আলাপন’ নিয়ে ২৪ ফেব্রুয়ারি উপস্থিত ছিলেন প্রথম আলো বন্ধুসভার ‘বন্ধুর বই’ লাইভ অনুষ্ঠানে। স্মার্টফোন ব্র্যান্ড অনারের সহযোগিতায় অমর একুশে বইমেলা থেকে লাইভটি বন্ধুসভার ফেসবুক পেজে সম্প্রচারিত হয়। সঞ্চালনায় ছিলেন ঢাকা মহানগর বন্ধুসভার বন্ধু সাবিরা সুলতানা।

একনজরে
বই: প্রণয় আলাপন
লেখক: কাইস বিন আহমদ
ধরন: কাব্যগ্রন্থ
প্রকাশন: অমর প্রকাশনী
মূল্য: ২০০