বইমেলায় সাইফুল্লাহ সাদেকের বই ‘দৌড়ের ওপরে আছি’

সাইফুল্লাহ সাদেকের বই ‘দৌড়ের ওপরে আছি’প্রচ্ছদ: গৌরব চন্দ

এডুসেন্ট্রিক প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের মুক্তিযুদ্ধ ও গবেষণাবিষয়ক সম্পাদক সাইফুল্লাহ সাদেকের ম্যারাথন ভ্রমণবিষয়ক বই ‘দৌড়ের ওপরে আছি’। বইটি মূলত লেখকের হায়দরাবাদ ম্যারাথনে অংশগ্রহণ করতে যাওয়াকে কেন্দ্র করে লেখা। যেখানে একই সঙ্গে দৌড় জীবনের নানা দিক ও দৌড়/ ম্যারাথন বিষয়ে খুঁটিনাটি ধারণা নিয়ে আসার চেষ্টা করা হয়েছে গল্পের ছলে।

এটি সাইফুল্লাহ সাদেকের ম্যারাথন ভ্রমণ সিরিজের প্রথম পর্ব। এরপর লেখক তাঁর অন্যান্য ম্যারাথন ভ্রমণ নিয়ে ধারাবাহিক গল্প তুলে ধরার বিষয়ে আত্মপ্রত্যয়ী। বইটি প্রকাশিত হয়েছে এডুসেন্ট্রিক প্রকাশনী থেকে। বইমেলার স্টল নং ৫৩ (ক)। প্রচ্ছদ করেছেন গৌরব চন্দ।

সাইফুল্লাহ সাদেকের জন্ম ১৯৯০ সালের ৮ ফেব্রুয়ারি, কক্সবাজার জেলার রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের হাজিরপাড়া গ্রামে। স্নাতক ও স্নাতকোত্তর করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে। পড়ালেখার পাশাপাশি বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে গবেষণা-সংস্কৃতি গড়ে তুলতে বাংলাদেশে ‘গবেষণা সংসদ’-এর যে ধারণা, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ’ প্রতিষ্ঠার মধ্য দিয়ে তার সূচনা করেছেন ২০১৬ সালে ৬ ডিসেম্বর। দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে গবেষণা সংসদ প্রতিষ্ঠা ও সমন্বয় সাধনের জন্য প্রতিষ্ঠা করেছেন ‘বাংলাদেশ গবেষণা সংসদ’।

নয় বছরের অধিক সময় ছিলেন সাংবাদিকতা পেশায়। কাজ করেছেন যায়যায়দিন, ইত্তেফাক এবং সর্বশেষ চ্যানেল আইসহ বিভিন্ন গণমাধ্যমে। বর্তমানে কর্মরত আছেন যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা ও উন্নয়ন সংস্থা গ্লোবাল সেন্টার ফর ইনোভেশন অ্যান্ড লার্নিংয়ের (জিসিএফআইএল) বাংলাদেশের কান্ট্রি প্রোগ্রাম ম্যানেজার হিসেবে।

পাশাপাশি স্বেচ্ছাসেবী বিভিন্ন সংগঠনেও যুক্ত তিনি। বাংলাদেশ ইতিহাস অলিম্পিয়াডের প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে দায়িত্বে আছেন, প্রথম আলো বন্ধুসভার জাতীয় পর্ষদের মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদকের দায়িত্ব পালন করছেন, শিক্ষার্থী উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদ এবং ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশনসহ নানা সংগঠনের সঙ্গে সরাসরি যুক্ত থেকে নিজেকে সক্রিয় রাখেন।

সাইফুল্লাহ সাদেকের বই ‘দৌড়ের ওপরে আছি’
প্রচ্ছদ: গৌরব চন্দ

পেশাগত কাজ, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনে সময় দেওয়া, লেখালেখি ও গবেষণা প্রভৃতি কর্মব্যস্ততার পাশাপাশি ম্যারাথন দৌড়কে নিয়েছেন ধ্যানজ্ঞান হিসেবে।

এরই মধ্যে সম্পন্ন করেছেন অনেকগুলো দৌড়ের ইভেন্ট। একটি ৫০ কিলোমিটারের আল্ট্রা ম্যারাথন, ৫টি ফুল ম্যারাথন (কলকাতা, হায়দরাবাদ, ব্যাংকক, সিঙ্গাপুর ও ঢাকা ম্যারাথন), ১৪টির মতো হাফ ম্যারাথন, ২৫ কিলোমিটারের দুটি ইভেন্ট (টাটা স্টিল কলকাতা ও সিলেট ২৫ কিমি) এবং ১৫ ও ১০ কিলোমিটার রানসহ রয়েছে দেশি-বিদেশি বিভিন্ন দৌড়ের ইভেন্টে অংশগ্রহণের অভিজ্ঞতা। প্রতিষ্ঠাকাল থেকেই ঢাকা ইউনিভার্সিটি রানার্স কমিউনিটির অ্যাডমিন হিসেবে দায়িত্ব পালন করছেন। আবার কক্সবাজারে তরুণদের স্বাস্থ্য সচেতনতা ও রানিংয়ে উদ্বুদ্ধ করতে প্রতিষ্ঠা করেছেন কক্সবাজার রানার্স কমিউনিটি।

লেখালেখি, দলগত কাজ, নেটওয়ার্কিং, নেতৃত্ব-ব্যবস্থাপনা, ঘুরে বেড়ানো ইত্যাদি তাঁর পছন্দের কাজ। ইউরোপের দেশ আর্মেনিয়ায় ভ্রমণ নিয়ে লিখেছেন ভ্রমণ-ইতিহাসবিষয়ক বই ‘আর্মেনিয়ার বাংলাদেশ’ (২০১৮ সালে অমর একুশে বইমেলা, স্বপ্ন৭১ প্রকাশন)। তাঁর সম্পাদনায় ইতিমধ্যে প্রকাশিত হয়েছে ‘গবেষণা প্রারম্ভিকা’ (২০২৩ সাল, নবান্ন প্রকাশনী, ‘একুশ শতকে তারুণ্য ও নেতৃত্ব’ (২০২২, কাকলি প্রকাশনী), ‘একুশ শতকে তারুণ্যের দক্ষতা’ (২০২৩- নবান্ন প্রকাশনী) এবং ‘একুশ শতকে তারুণ্যের উদ্যোগ’ (২০২৪, একুশে বইমেলায়, নবান্ন প্রকাশনী)।

এর বাইরেও দেশ-বিদেশের বিভিন্ন পত্রিকা-জার্নালে নিয়মিত লেখালেখি করেন। কয়েকটি ম্যাগাজিন ও পত্রিকার সম্পাদনা কাজেও যুক্ত আছেন। সব ব্যস্ততা ও দৌড়ের পাশাপাশি লেখালেখিকে সচল রাখতে চান আজীবন।

একনজরে
বই: দৌড়ের ওপরে আছি
লেখক: সাইফুল্লাহ সাদেক
ধরন: ম্যারাথন ভ্রমণ
প্রকাশনা: এডুসেন্ট্রিক প্রকাশনী
প্রচ্ছদ: গৌরব চন্দ