টাঙ্গাইল বন্ধুসভার ভাঁজপত্র ‘রৌদ্র’
টাঙ্গাইল বন্ধুসভার ভাঁজপত্র ‘রৌদ্র’-এর মোড়ক উন্মোচন করা হয়েছে। ২৫ অক্টোবর বিকেলে স্থানীয় সাংবাদিক, সাহিত্যিক ও বন্ধুসভার বন্ধুদের উপস্থিতিতে এটি উন্মোচন করা হয়। ভাঁজপত্রটিতে ঋতুভিত্তিক বিভিন্ন ধরনের লেখা, যেমন কবিতা, গল্প, প্রবন্ধ ও ছবি স্থান পেয়েছে। এ ছাড়া স্থানীয় সংস্কৃতি ও সমাজের বিভিন্ন বিষয় উঠে এসেছে।
টাঙ্গাইল বন্ধুসভার উপদেষ্টা আইনজীবী জিনিয়া বখ্শ বলেন, ‘রৌদ্র’ তরুণ লেখকদের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করেছে। যেখানে বন্ধুসভার বন্ধুরা নিয়মিত লেখা প্রকাশ করেন। এটি তাঁদের সৃজনশীলতা প্রকাশের একটি সুযোগ।
সভাপতি আবু আহমেদ শেরশাহ বলেন, ‘আমরা বিশ্বাস করি, সৃজনশীলতা ও ভাবনা শেয়ার করার মাধ্যমে সমাজের সমস্যা সমাধানে যেমন অবদান রাখতে পারি, তেমনই নানামাত্রিক সৌন্দর্য ও কল্পনা প্রকাশ করতে পারি। “রৌদ্র” ভাঁজপত্র আমাদের জন্য একটি প্ল্যাটফর্ম। যেখানে আমরা একে অপরের লেখা ও চিন্তাভাবনা শেয়ার করে থাকি।’
ভাঁজপত্র প্রকাশ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্কুলশিক্ষক জাহানারা আরজু, টাঙ্গাইল বন্ধুসভার যুগ্ম সাধারণ সম্পাদক রাইসা ইসলাম, নাঈমুল হাসান, দপ্তর সম্পাদক সানজিদা মেহের, সাংস্কৃতিক সম্পাদক মামুন খান, বন্ধু হামিদ আল মামুন, নুজহাত ই তাহলিল, মেহেদী হাসান, সুমাইয়া আক্তার, ডালিয়া আক্তার, মারজিয়া, সুব্রত সূত্রধর, ফাহিম আহমেদসহ অন্য বন্ধুরা।
সাংস্কৃতিক সম্পাদক, টাঙ্গাইল বন্ধুসভা