জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে লেখা ‘একজন আবু সাঈদ: একটি গণ-অভ্যুত্থান’

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে ইমরান আকন্দের লেখা ‘একজন আবু সাঈদ: একটি গণ-অভ্যুত্থান’

‘একজন আবু সাঈদ: একটি গণ-অভ্যুত্থান’ একটি গবেষণাধর্মী গ্রন্থ। বইটিকে দুটি অধ্যায়ে বিন্যস্ত করা হয়েছে। প্রথম অধ্যায় ‘একজন আবু সাঈদের গল্প’, যেখানে পাঠক খুঁজে পাবেন আবু সাঈদের পরিবার ও তাঁর ছোট্ট জীবনের জানা-অজানা বিস্তর গল্প। জানতে পারবেন শহীদ আবু সাঈদের জীবন ও মৃত্যু নিয়ে সব প্রশ্নের উত্তর।

দ্বিতীয় অধ্যায়ের নাম ‘চব্বিশের গণ-অভ্যুত্থান’, যেখানে পাওয়া যাবে কোটা সংস্কার আন্দোলন ও জুলাই গণ-অভ্যুত্থানের আদ্যোপান্ত। বইয়ের পরিশিষ্টে আবু সাঈদের জীবনপঞ্জি, সাঈদ সম্পর্কে তাঁর সহপাঠী, শিক্ষক ও বুদ্ধিজীবীদের মূল্যায়নধর্মী লেখা এবং শহীদজননী মনোয়ারা বেগমের সাক্ষাৎকার সংকলিত করেছি; যা বইটিকে পাঠকসমাজে আরও গ্রহণযোগ্য করে তুলবে বলে আশা করি।

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে ইমরান আকন্দের গবেষণাধর্মী গ্রন্থ ‘একজন আবু সাঈদ: একটি গণঅভ্যুত্থান’। প্রকাশ করেছে রিদম প্রকাশনা সংস্থা। ইমরান আকন্দ সিলেট বন্ধুসভার সাবেক ক্রীড়া সম্পাদক।

বন্ধু ইমরান আকন্দ তাঁর গ্রন্থ ‘একজন আবু সাঈদ: একটি গণঅভ্যুত্থান’ নিয়ে ২০ ফেব্রুয়ারি উপস্থিত ছিলেন প্রথম আলো বন্ধুসভার ‘বন্ধুর বই’ লাইভ অনুষ্ঠানে। স্মার্টফোন ব্র্যান্ড অনারের সহযোগিতায় অমর একুশে বইমেলা থেকে লাইভটি বন্ধুসভার ফেসবুক পেজে সম্প্রচারিত হয়েছে। সঞ্চালনায় ছিলেন ঢাকা মহানগর বন্ধুসভার বন্ধু তৌহিদুল ইসলাম।

একনজরে
বই: একজন আবু সাঈদ: একটি গণঅভ্যুত্থান
লেখক: ইমরান আকন্দ
ধরন: গবেষণাধর্মী
প্রকাশনী: রিদম প্রকাশনা সংস্থা
মূল্য: ৪০০