রশীদ এনামের গ্রন্থ ‘রসনা জৌলুসে অনন্য চাটগাঁ’

বইমেলায় রশীদ এনামের গ্রন্থ ‘রসনা জৌলুসে অনন্য চাটগাঁ’

চট্টগ্রামের নিজস্ব লোকজ সংস্কৃতি এ অঞ্চলকে বিশেষ সমাদৃত করেছে। লোকজ সংস্কৃতি প্রতিটি অঞ্চলের প্রাণস্বরূপ। এটা শেকড়ের মতো আগলে ধরে। মানবজীবনকে প্রেরণা জোগায়। লোকজ সংস্কৃতির বিভিন্ন অংশসমূহ হচ্ছে পুঁথি পাঠের আসর, খাদ্যাভ্যাস, খেলাধুলা, কবিগান, পালাগান নিজস্ব সংস্কৃতিসহ আরও অন্যান্য। শেকড়ের কথা ভাবতে গিয়ে ‘রসনা জৌলুসে অনন্য চাটগাঁ’ লেখকের ছোট্ট প্রয়াস।

প্রাচ্যের সৌন্দর্যরানী চট্টগ্রাম একমাত্র জেলা, যেখানে সৃষ্টিকর্তা তাঁর নিজের তুলির আঁচড়ে ছবির মতো অপরূপা করে সবকিছু ঢেলে সাজিয়েছেন। লুসাই পাহাড় থেকে নেমে চলে গিয়েছে কর্ণফুলী নদী। দরিয়া নগরের এই শহরে সাগরের সঙ্গে মিতালি রচনা শহরের মাঝখান দিয়ে এঁকেবেঁকে বয়ে গেছে কর্ণফুলি নদী। এই শহরে আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমিয়ে পড়ে নীলাভ জলরাশি চুমিয়ে যায় আকাশকে। নদীতে মাঝি বৈঠা হাতে পাল তোলা সাম্পান নিয়ে ‘ওরে সাম্পানওয়ালা তুই আমারে করলি দিওয়ানা’ গলা ছেড়ে গাইতে গাইতে কেঁ কোঁরত কেঁ কোঁরত দাঁড়টানা শব্দে মুখরিত করে ছুটে যায় নদীর এপার থেকে ওপারে। বারো আউলিয়ার পুণ্যভূমি বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম সর্বত্র এগিয়ে। স্বাধীনতার ঘোষণা, ভাষা আন্দোলনে, ব্রিটিশবিরোধী আন্দোলনে চট্টগ্রামের নারী প্রীতিলতা ওয়াদ্দেদার কর্তৃক অস্ত্রাগার নিয়ন্ত্রণে চট্টগ্রামের ভূমিকা ব্যাপক। আমাদের বাংলা মাতৃভাষার ৪০% অনুজ্ঞাসূচক ক্রিয়া যা চট্টগ্রামের আঞ্চলিক ভাষা থেকে উৎপত্তি। বাংলাদেশে প্রথম আঞ্চলিক ভাষার অভিধান, অনলাইন টিভি চ্যানেল চট্টগ্রামের। শুধু কি তাই, বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ীও (শান্তিতে) কিন্তু চট্টগ্রামের সন্তান। বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারও চট্টগ্রাম বিভাগে। দক্ষিণ এশিয়ার কর্ণফুলি নদীর তলদেশে নির্মিত প্রথম টানেলও কিন্তু চট্টগ্রামে।

খানাপিনা, ভোজনবিলাসে, অতিথিপরায়ণতায়ও চট্টগ্রামের মানুষ বরাবরই সেরা। সমগ্র বাংলাদেশের মানুষের কৌতূহল চট্টগ্রামের নিজস্ব লোকসংস্কৃতি নিয়ে। চট্টলার নিজস্ব লোকজ সংস্কৃতির প্রতি ঐকান্তিক আগ্রহ থেকে লেখক ও গবেষক রশীদ এনাম ‘রসনা জৌলুসে অনন্য চাটগাঁ’ গ্রন্থটি রচনা করেছেন। তিনি প্রথম আলো বন্ধুসভার একজন বন্ধু।

গ্রন্থটিতে চাটগাঁর নিজস্ব ইতিহাস-ঐতিহ্য, ভাষা-সংস্কৃতি ও জনজীবনের বিমূর্ত চিত্র এগারোটি শীর্ষ নামে উপস্থাপিত হয়েছে। তন্মধ্যে চট্টগ্রাম নামের উৎপত্তি ইতিকথা, রসনা বিলাস, চাটগাঁইয়া মেজ্জান, সওদাগর প্রথার উৎপত্তি, লোকজ খেলাধুলা ও বলীখেলা এবং প্রাচীন জলযান সাম্পানবিষয়ক রচনাগুলো সবিশেষ তাৎপর্যপূর্ণ অনন্য সুন্দর ও চিত্তাকর্ষক।

আকাশ-সংস্কৃতির বিরূপ প্রভাব আর পুঁজিবাদের অপ্রতিরোধ্য জোয়ার চাটগাঁ বর্তমান সময়কালে তার আদিরূপ, নিজস্ব জৌলুস অনেকটা হারাতে বসেছে। ফলে গ্রন্থকার একান্ত আত্মোপলব্ধির তাগিদে এবং নতুন প্রজন্মের স্বকীয় জাগরণ ও জ্ঞান স্পৃহার বিকাশে গ্রন্থটি প্রণয়নে প্রয়াসী হয়েছেন বলে প্রতীয়মান হয়।

‘রসনা জৌলুসে অনন্য চাটগাঁ’ বইটি প্রকাশ করেছে খড়িমাটি প্রকাশন। প্রচ্ছদ করেছেন শিল্পী ধ্রুব এষ। বইটি পাওয়া যাচ্ছে অমর একুশে বইমেলার খড়িমাটি ১৯৮ (ঢাকা) নম্বর স্টলে এবং চট্টগ্রাম বইমেলার ১০৬ এবং ১০৭ নং স্টলে।

একনজরে
বই: রসনা জৌলুসে অনন্য চাটগাঁ
লেখক: রশীদ এনাম
ধরন: ইতিহাস-ঐতিহ্য
প্রকাশনী: খড়িমাটি প্রকাশন
প্রচ্ছদ: ধ্রুব এষ