বইমেলায় ফাহিমা সুমাইয়ার প্রথম অনুবাদগ্রন্থ

ফাহিমা সুমাইয়ার প্রথম অনুবাদগ্রন্থ ‘জালালউদ্দিন রুমির উপদেশমূলক গল্প’

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বন্ধু ফাহিমা সুমাইয়ার প্রথম অনুবাদগ্রন্থ ‘জালালউদ্দিন রুমির উপদেশমূলক গল্প’। বইটি প্রকাশ করেছে নবান্ন প্রকাশনী। মুদ্রিত মূল্য ১৭০ টাকা।

বইটি নিয়ে লেখক বলেন, ‘জালালউদ্দিন রুমির মাসনাভি থেকে গল্পাকারে সংকলন করেছেন ফারিনাজ জালালি। সেখান থেকে সহজ বাংলায় রুমির উপদেশ অনুবাদ করে পাঠকের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি।’

বন্ধু ফাহিমা সুমাইয়া তাঁর অনুবাদগ্রন্থ ‘জালালউদ্দিন রুমির উপদেশমূলক গল্প’ নিয়ে ২২ ফেব্রুয়ারি উপস্থিত ছিলেন প্রথম আলো বন্ধুসভার ‘বন্ধুর বই’ লাইভ অনুষ্ঠানে। স্মার্টফোন ব্র্যান্ড অনারের সহযোগিতায় অমর একুশে বইমেলা থেকে লাইভটি বন্ধুসভার ফেসবুক পেজে সম্প্রচারিত হয়। সঞ্চালনায় ছিলেন ঢাকা মহানগর বন্ধুসভার বন্ধু মিরাজ আলম।

একনজরে
বই: জালালউদ্দিন রুমির উপদেশমূলক গল্প
লেখক: ফাহিমা সুমাইয়া
ধরন: অনুবাদগ্রন্থ
প্রকাশনী: নবান্ন প্রকাশনী
মুদ্রিত মূল্য: ১৭০ টাকা