বন্ধু সরোয়ার রানার নতুন বই ‘ষড়ঋতুর বাংলাদেশ’

সরোয়ার রানার নতুন বই ‘ষড়ঋতুর বাংলাদেশ’

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে চট্টগ্রামের রাউজান বন্ধুসভার সহসভাপতি সরোয়ার রানার শিশুসাহিত্য ‘ষড়ঋতুর বাংলাদেশ’। বইটি প্রকাশ করেছে প্রিয় বাংলা প্রকাশনা। মুদ্রিত মূল্য ১৮০ টাকা।

এই বইয়ে ৪২টি ছড়া ও কবিতা রয়েছে। বইটিতে মূলত বাংলাদেশকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। ভাষা আন্দোলন থেকে শুরু করে একাত্তরের স্বাধীনতাসংগ্রাম, সূর্যসেন থেকে বঙ্গবন্ধু, দেশের জন্য জীবন দানকারী শহীদদের কথা রয়েছে। তুলে ধরা হয়েছে বাংলাদেশের ঋতু বৈচিত্র্যকে।

বাংলার অপরূপ প্রকৃতিকে ছড়ার মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন কবি সরোয়ার রানা। শিশু-কিশোরসহ সবার কাছে বইটি গ্রহণযোগ্যতা পাবে বলে আশা করছেন তিনি।

একনজরে
বই: ষড়ঋতুর বাংলাদেশ
লেখক: সরোয়ার রানা
ধরন: শিশুসাহিত্য
প্রকাশনা: প্রিয় বাংলা
মূল্য: ১৮০ টাকা