ময়মনসিংহ বন্ধুসভার প্রকাশনা ‘প্রত্যুষ’ ঈদসংখ্যার মোড়ক উন্মোচন
বন্ধুদের মধ্যে লেখালেখির চর্চা উৎসাহিত করতে প্রতিবছর নিয়মিতভাবে সাহিত্যের ছোট কাগজ ‘প্রত্যুষ’ প্রকাশ করছে ময়মনসিংহ বন্ধুসভা। গত ২৬ মার্চ প্রত্যুষের ঈদসংখ্যার মোড়ক উন্মোচন করা হয়। ময়মনসিংহ নগরীর বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে ঈদসংখ্যার মোড়ক উন্মোচন হয়।
এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ বন্ধুসভার উপদেষ্টা নাসিমা আক্তার, অধ্যক্ষ এখলাস উদ্দিন খান ও সাদিকুল ইসলাম। প্রত্যুষের ঈদসংখ্যায় প্রকাশনা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি জাফর সাদিক ও ময়মনসিংহে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মোস্তাফিজুর রহমান। সম্পাদনা করেন ময়মনসিংহ বন্ধুসভার উপদেষ্টা মো. আবুল বাশার ও সভাপতি খালিদ হাসান।
এবারের সংখ্যায় লেখকেরা হলেন মো. আবুল বাশার, সাদিকুল ইসলাম, খালিদ হাসান, মেহেদী হাসান, আবু নাঈম, ছৈয়দ রায়হান উদ্দিন, আলমাস হোসাইন, ভাবনা হাসি, বায়েজিদ আবেদিন, অনিক সাহা, রনি সাহা, আসিফ হোসেন ও এস গাইন।
প্রত্যুষের এ সংখ্যার সম্পাদনা সহযোগী হিসেবে দায়িত্ব পালন করেন সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক রাবিয়াতুল বুশরা ও ম্যাগাজিন সম্পাদক মুনমুন আহমেদ। অলংকরণ ও বর্ণবিন্যাস করেন তানবির মিয়া এবং মুদ্রণে আলী ইউসুফ প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন। প্রত্যুষের মুদ্রিত শুভেচ্ছামূল্য ২০ টাকা।
মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও দেশপ্রেমে উজ্জীবিত অসাম্প্রদায়িক মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে সারা দেশে সামাজিক, সাংস্কৃতিক ও সৃজনশীল কাজে আলো ছড়িয়ে দিচ্ছে ময়মনসিংহ বন্ধুসভা। বন্ধুরা বলেন, ‘প্রত্যুষ’–এর প্রকাশনায় নতুন লেখক সৃষ্টি হবে। লেখালেখির প্রতি আগ্রহ তৈরি হবে। ধারাবাহিকভাবে এর সংখ্যা আরও প্রকাশিত হবে।