বইমেলায় তানজিনা হোসেনের উপন্যাস ‘যদি পাখা পাই পাখি হয়ে যাই’

তানজিনা হোসেনের উপন্যাস ‘যদি পাখা পাই পাখি হয়ে যাই’

কমলগঞ্জের মণিপুরি মেয়ে অনিমা সিংহ। কীর্তন গেয়ে ভাইরাল হয়ে যায়। রাজধানীর থিয়েটার দুনিয়ায় প্রবেশ করে সে। এরপর সেই রঙিন দুনিয়ায় সে কি মানিয়ে নিতে পারে? তার মনের মধ্যে খেলা করে ফেলে আসা ধলাই নদের তীরের সবুজ এক গ্রাম। নগরজীবন আর মণিপুরি জীবনের টানাপোড়েনের অনবদ্য উপাখ্যান লেখক তানজিনা হোসেনের নতুন উপন্যাস ‘যদি পাখা পাই পাখি হয়ে যাই’।

বইটি প্রকাশ করেছে প্রথমা। পাওয়া যাচ্ছে অমর একুশে বইমেলার প্রথমা প্যাভিলিয়নে। মুদ্রিত মূল্য ৩৪০ টাকা।

একনজরে
বই: যদি পাখা পাই পাখি হয়ে যাই
লেখক: তানজিনা হোসেন
প্রকাশনী: প্রথমা
মূল্য: ৩৪০ টাকা।