মারজানা তাহ্সীনের নতুন বই ‘এই শহরের কৃষ্ণচূড়া’

মারজানা তাহ্সীনের নতুন বই ‘এই শহরের কৃষ্ণচূড়া’

ভোরের জংশনে অপেক্ষা করে কেউ, কেউবা চিঠি হাতে একজন নির্দিষ্ট মানুষের আশায় ঠাঁয় দাঁড়িয়ে। অথচ কেউ আসবে না জেনেও মানুষ অপেক্ষা করে। বোধহয় গন্তব্যে পৌঁছানোর আগের যাত্রাটাই সুন্দর, গন্তব্যে পৌঁছে গেলে ভেতরে ক্ষুধা মরে যায়। এ অপেক্ষার কোনো গন্তব্য নেই। যতটুকু থেকে গেছে সেটুকু আক্ষেপ। আক্ষেপ বড় ভয়ংকর জিনিস। মস্তিষ্কে ক্ষত জমায়। মানুষের প্রতি মানুষের ভালোবাসা কী তাজ্জবভাবে গল্প হয়ে যায়—ভাবা যায়!

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে ঠাকুরগাঁও বন্ধুসভার বন্ধু মারজানা তাহ্সীনের গল্পের বই ‘এই শহরের কৃষ্ণচূড়া’। বইটি প্রকাশ করেছে ঘাসফুল প্রকাশনী। বইমেলায় পাওয়া যাচ্ছে ঘাসফুল প্রকাশনীর স্টলে। মুদ্রিত মূল্য ২৩০ টাকা।

বইটি সম্পর্কে পাঠকদের উদ্দেশে লেখক বলেন, ‘কাউকে আঘাত করে লেখা হয়নি। বইটি সংগ্রহ করুন এবং গল্প পড়ুন। আমার বিশ্বাস, এই বইয়ের প্রতিটি গল্পই আপনাদের হৃদয়জুড়ে থাকবে।’

একনজরে
বই: এই শহরের কৃষ্ণচূড়া
লেখক: মারজানা তাহ্সীন
ধরন: গল্প
প্রকাশনা: ঘাসফুল প্রকাশনী
মূল্য: ২৩০ টাকা