ঢাবি বন্ধুসভার ভাঁজপত্র ‘একুশের পঙ্ক্তিমালা’র মোড়ক উন্মোচন
আন্তর্জাতিক মাতৃভাষা ও জাতীয় শহীদ দিবস উপলক্ষে ভাঁজপত্র ‘একুশের পঙ্ক্তিমালা’ প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। গত ২৭ ফেব্রুয়ারি এটির মোড়ক উন্মোচন করা হয়।
ভাঁজপত্রটি সম্পাদনা করেছেন ম্যাগাজিন সম্পাদক আয়েশাতুন নূর। ভূমিকা লিখেছেন সাধারণ সম্পাদক আনমুন জেসমিন। এ ছাড়া কার্যনির্বাহী কমিটির আরও ১০ জন সদস্য একুশের চেতনা নিয়ে লেখা দিয়েছেন।
‘একুশের পঙ্ক্তিমালা’ ভাঁজপত্রটির কয়েকটি পর্যায়ে মোড়ক উন্মোচিত হয়। প্রথমে বন্ধুসভার বন্ধুরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে ভাঁজপত্রটি নিয়ে ফটোসেশন করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভার উপদেষ্টা ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান মুমিত আল রশিদের সঙ্গে অমর একুশে বইমেলায় মোড়ক উন্মোচন করা হয়। নবান্ন প্রকাশনীর মহাপরিচালক এবং ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অন্য একজন শিক্ষকও সেখানে উপস্থিত ছিলেন।
তৃতীয় ধাপে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবহাওয়াবিজ্ঞান বিভাগের শিক্ষক ফাতেমা আক্তারের সঙ্গে সাক্ষাৎ করেন বন্ধুরা। তিনি ভাঁজপত্রটি দেখে খুবই খুশি হন এবং ঢাবি বন্ধুসভার অগ্রগতির নানাবিধ পরিকল্পনায় পাশে থাকার আশ্বাস দেন।
চতুর্থ ধাপে কারওয়ান বাজারে প্রথম আলো বন্ধুসভার কার্যালয়ে ভাঁজপত্রটির মোড়ক উন্মোচন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি জাফর সাদিক, সহসভাপতি মাহবুব পারভেজ, রুবাইয়াত সাইমুম চৌধুরী, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন মল্লিক, জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক সাইমুম মৌসুমী বৃষ্টিসহ আরও অনেকে। তাঁরা প্রকাশনার প্রশংসা করেন এবং নানা পরামর্শ দেন।
এ সময় ঢাবি বন্ধুসভার বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক আনমুন জেসমিন, সহসভাপতি খাদিজাতুল কোবরা, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, ম্যাগাজিন সম্পাদক আয়েশাতুন নূর, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক ইশিতা জাহান।
সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভা