সাহিত্যের ছোট কাগজ ‘প্রত্যুষ’-এর মোড়ক উন্মোচন

ময়মনসিংহ বন্ধুসভা সাহিত্য সাময়িকী ‘প্রত্যুষ’-এর মোড়ক উন্মোচনছবি: বন্ধুসভা

ময়মনসিংহ বন্ধুসভা বন্ধুদের সাহিত্যচর্চা ও লেখালেখির হাতকে মজবুত করতে সাহিত্য সাময়িকী ‘প্রত্যুষ’ প্রকাশ করেছে। ২৪ ফেব্রুয়ারি বিকেলে ময়মনসিংহ কমার্স কলেজের হলরুমে এক অনুষ্ঠানে বন্ধুসভার উপদেষ্টা ও বন্ধুদের উপস্থিতিতে এর মোড়ক উন্মোচন করা হয়।

সভাপতি খালিদ হাসানের সঞ্চালনায় অতিথিরা ‘প্রত্যুষ’-এর মোড়ক উন্মোচন করেন। এটি ময়মনসিংহ বন্ধুসভার বিশেষ প্রকাশনা। সম্পাদনা করেন সাবেক সভাপতি আবুল বাশার। জুলাই অভ্যুত্থানে ‘শহীদ সাগর’-এর জীবনীসহ প্রথম সংখ্যায় ১১টি কবিতা, ৩টি নিবন্ধ, ২টি ছোটগল্পসহ মোট ১৯টি লেখা প্রকাশ করা হয়েছে।

শহীদ সাগরের জীবনীতে উঠে এসেছে জুলাই অভ্যুত্থানের দৃশ্যপট। ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় কর্মী ছিলেন রিদওয়ান হোসেন সাগর। ১৯ জুলাই আন্দোলন চলাকালে তিনি শহীদ হন। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের মধ্যে ময়মনসিংহে প্রথম শহীদ।

ময়মনসিংহ বন্ধুসভার বন্ধুদের হাতে ‘প্রত্যুষ’
ছবি: বন্ধুসভা

সম্পাদক আবুল বাশার প্রকাশনার সারমর্ম আলোচনা করার পর প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মোস্তাফিজুর রহমান প্রকাশনার প্রশংসা করে ধারাবাহিকতা বজায় রাখার পরামর্শ দেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ রায়হান উদ্দিন নিয়মিত লেখার আগ্রহ প্রকাশ করেন। কমার্স কলেজের চেয়ারম্যান সায়েম আহমেদ প্রকাশনাটি আরও বড় পরিসরে প্রকাশ করার পরামর্শ দেন।

ময়মনসিংহ কমার্স কলেজের অধ্যক্ষ এখলাস উদ্দিন বলেন, ‘প্রত্যুষের মাধ্যমে বন্ধুদের লেখালেখির হাত আরও শক্তিশালী হবে।’ সংশ্লিষ্ট বিষয়ে যেকোনো সহযোগিতায় তিনি সব সময় সহযোগী ভূমিকা রাখবেন বলে আশ্বাস দেন।

সহসভাপতি রোখনুজ্জামার জুয়েল পুঁথি পাঠ করেন। বীর মুক্তিযোদ্ধা সনদ কোমার ঘোষের সমাপনী বক্তব্যের মাধ্যমে আয়োজনের সমাপ্তি হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন শিক্ষক আলমাস হোসাইন, সাংগঠনিক সম্পাদক বুশরা জেরিন, সমাজকল্যাণ সম্পাদক আবু নাঈমসহ অন্য বন্ধুরা।

উপদেষ্টা, ময়মনসিংহ বন্ধুসভা