লিটল ম্যাগাজিন ‘মাতৃভাষা: প্রেক্ষিত আঞ্চলিকতা’র মোড়ক উন্মোচন

লিটল ম্যাগাজিন ‘মাতৃভাষা: প্রেক্ষিত আঞ্চলিকতা’র মোড়ক উন্মোচন
ছবি: বন্ধুসভা

কথা ছিল ভাষার মাস ফেব্রুয়ারিতে বের হবে চট্টগ্রাম বন্ধুসভার ভাঁজপত্র। যেই কথা সেই কাজ। সেভাবেই কার্যক্রম এগিয়ে নিতে থাকেন বন্ধুরা। আহ্বান করা হয় লেখা। বন্ধুদের পাঠানো লেখা বাছাই করতে গিয়েই বাধে বিপত্তি। এত এত ভালো লেখার ভিড়ে কোনটা বাদ দিয়ে কোনটা রাখবেন, সেটা নিয়ে চিন্তায় পড়ে যান সম্পাদকেরা। পরে সিদ্ধান্ত হয় ভাঁজপত্রের বদলে প্রকাশ করা হবে লিটল ম্যাগাজিন।

অবশেষে চট্টগ্রাম বন্ধুসভার উদ্যোগে প্রকাশিত ‘মাতৃভাষা: প্রেক্ষিত আঞ্চলিকতা’ শিরোনামের লিটল ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়েছে ১৯ মার্চ। মোড়ক উন্মোচন করেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী।

তিনি বন্ধুদের পাঠাভ্যাস বাড়ানোর তাগিদ দিয়ে বলেন, বন্ধুরা সব সময় নানা ভালো কাজের সঙ্গে যুক্ত থাকেন। এসব কাজের পাশাপাশি পড়াশোনা চালিয়ে গেলে দক্ষতা আরও বৃদ্ধি পাবে।

মোড়ক উন্মোচনের আয়োজনে আরও বক্তব্য দেন চট্টগ্রাম বন্ধুসভার উপদেষ্টা জয়শ্রী দাশ, শিহাব জিশান, সভাপতি মিনহাজ হোসাইন, সহসভাপতি নুরুজ্জামান খান, সাধারণ সম্পাদক ইব্রাহীম তানভীর, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক মাহির রেজোয়ান এবং প্রচার সম্পাদক মিনহাজ রাফি। লিটল ম্যাগাজিনের সম্পাদনা করেন মাহির রেজোয়ান।

পাঠাগার ও পাঠচক্র সম্পাদক, চট্টগ্রাম বন্ধুসভা