রুবাইয়াত সাইমুম চৌধুরীর উপন্যাস ‘কে জানে কী মন্দ ভালো’

রুবাইয়াত সাইমুম চৌধুরীর উপন্যাস ‘কে জানে কী মন্দ ভালো’

কিছুক্ষণ আগেই বিল্লু মাস্তান বেঁচে ছিল। কালকে কী দিয়ে ভাত খাবে, চিন্তা করছিল হয়তো কিংবা ভাবছিল এরপর কার লাশটা ফেলবে। পেছনের পিকআপে এখন নিজেই লাশ হয়ে পড়ে আছে। করোনাকালে একজন এনকাউন্টার স্পেশালিস্টের মেয়ে কিডন্যাপ হয়ে যায় দিন–দুপুরে। ঢাকাতে একের পর এক মানুষ খুন হতে থাকে। সাধারণ থেকে শুরু করে বিখ্যাত মানুষ। কে মানুষগুলোর খুনের তালিকা করছে? কেন করছে? কীভাবে করছে? ঢাকায় এত বড় হামলা আর বিস্ফোরণ হয়নি কখনো। ন্যায়-অন্যায় আমরা যেভাবে দেখি, সেটাই কি ঠিক? কে আসলে ঠিক? কে জানে কী মন্দ ভালো!

প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সহসভাপতি রুবাইয়াত সাইমুম চৌধুরী। দীর্ঘদিন ধরেই লেখালেখির সঙ্গে যুক্ত আছেন। পেশাগত জীবনে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। এবারের অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে তাঁর নতুন উপন্যাস ‘কে জানে কী মন্দ ভালো’।

ওপরে বর্ণিত কাহিনিটি এই উপন্যাসের সারসংক্ষেপ। বইটি পড়লে পাঠকেরা সব রহস্যের জট উদ্ঘাটন করতে পারবেন। বইটি প্রকাশ করেছে স্বরে-অ প্রকাশনী। পাওয়া যাচ্ছে প্রকাশনা সংস্থাটির স্টলে। মুদ্রিত মূল্য ৩০০ টাকা।

একনজরে
বই: কে জানে কী মন্দ ভালো
লেখক: রুবাইয়াত সাইমুম চৌধুরী
ধরন: থ্রিলার উপন্যাস
প্রকাশনী: স্বরে-অ
মূল্য: ৩০০ টাকা