বইমেলায় শেখ বিবি কাউছারের প্রবন্ধগ্রন্থ ‘ভাবনার খেরোখাতা’

শেখ বিবি কাউছারের প্রবন্ধগ্রন্থ ‘ভাবনার খেরোখাতা’

প্রযুক্তির উৎকর্ষের এই যুগে জীবনের বিভিন্ন সমস্যা-সংকট মোকাবিলায় আমাদের জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তিতে দক্ষ হয়ে গড়ে ওঠা প্রয়োজন। সেই সঙ্গে প্রয়োজন মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ, যা আমরা পেতে পারি ভালো ও আলোকিত মানুষের সাহচর্যে থেকে।

কথাগুলো শেখ বিবি কাউছার রচিত প্রবন্ধগ্রন্থ ‘ভাবনার খেরোখাতা’র। বইটি প্রকাশ করেছে মওলা প্রকাশনা। পরিবেশক মূর্ধন্য। মুদ্রিত মূল্য ৩০০ টাকা। পাওয়া যাচ্ছে অমর একুশে বইমেলার মওলা প্রকাশনীর স্টলে।

শেখ বিবি কাউছার প্রথম আলো বন্ধুসভার একজন বন্ধু। বর্তমানে চট্টগ্রামের রাউজান বন্ধুসভার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

একনজরে
বই: ভাবনার খেরোখাতা
লেখক: শেখ বিবি কাউছার
ধরন: প্রবন্ধ
প্রকাশনা: মওলা
মূল্য: ৩০০ টাকা