ভাঁজপত্র ‘বর্ণমালা’র মোড়ক উন্মোচন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা ভাস্কর্যের পাদদেশে ঢাবি বন্ধুসভার ভাঁজপত্র ‘বর্ণমালা’র মোড়ক উন্মোচনছবি: বন্ধুসভা

১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনে জীবন উৎসর্গকারী ভাষাশহীদদের স্মরণে এবং মহান একুশের চেতনা ধারণ করে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভা প্রকাশ করেছে ভাঁজপত্র ‘বর্ণমালা’। ২৭ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা ভাস্কর্যের পাদদেশে এটির মোড়ক উন্মোচন করা হয়।

মোড়ক উন্মোচন করেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান মুমিত আল রশিদ। তিনি বলেন, এ ধরনের প্রকাশনার মাধ্যমে যেমন মহান ভাষা আন্দোলন ও ভাষাশহীদদের প্রতি বন্ধুদের গভীর শ্রদ্ধাবোধ ও ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটবে, তেমনি বন্ধুদের লেখালেখি ও সাহিত্যচর্চার প্রতি আগ্রহ তৈরি হবে। তিনি ভাঁজপত্রটির লেখা ও প্রচ্ছদের প্রশংসা করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা ভাস্কর্যের পাদদেশে ঢাবি বন্ধুসভার ভাঁজপত্র ‘বর্ণমালা’র মোড়ক উন্মোচন
ছবি: বন্ধুসভা

এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর বন্ধুসভার সহসভাপতি সাফিন উজ জামান, যুগ্ম সাধারণ সম্পাদক গাজী ইমরান, ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সভাপতি মোশারফ খানসহ ১৪ জন বন্ধু।

এর আগে বন্ধুদের কাছ থেকে লেখা আহ্বান করা হয়। তাঁদের লেখা অণুগল্প, ছড়া, কবিতা নিয়ে প্রকাশিত হয় ভাঁজপত্রটি। ভাষাশহীদদের প্রতি আবেগ, ভালোবাসা, মর্যাদা এবং বাংলা ভাষা ও বর্ণমালার প্রতি গভীর আবেগ ও ভালোবাসার বহিঃপ্রকাশে সমৃদ্ধ আমাদের একুশের ভাঁজপত্র।

প্রচার সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভা