বন্ধু বোরহান আহমেদের রহস্য উপন্যাস ‘অরণ্যজাল’

বোরহান আহমেদের রহস্য উপন্যাস ‘অরণ্যজাল’

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বন্ধু বোরহান আহমেদের রহস্য উপন্যাস ‘অরণ্যজাল’। বইটি প্রকাশ করেছে অনুজ প্রকাশন।

উপন্যাসটি নিয়ে লেখক বলেন, সুন্দরবন—গভীর অরণ্যে রাত মানে শুধু অন্ধকার নয়, বরং এক শীতল ভয়ংকর সতর্কবার্তা। যেখানে প্রতিটি মুহূর্ত শিকারির গর্জনে প্রতিধ্বনিত হয় মৃত্যুর অমোঘ আহ্বানে। ম্যানগ্রোভের ঘন ছায়ায় বাতাসে মিশে থাকে অতৃপ্ত আত্মার হিমশীতল আর্তনাদ আর নদীর স্থির জলে ছায়ার আড়ালে অপেক্ষা করে নীরব মৃত্যু। অরণ্যের প্রতিটি নিশ্বাস যেন জীবনের শেষ মুহূর্তের সতর্ক চিৎকার, যেখানে সাহস ধীরে ধীরে ম্লান হয়ে যায় অনিশ্চয়তার গাঢ় অন্ধকারে। নির্জন রাতের গভীরতায় ভয় তার অদম্য সাম্রাজ্য কায়েম করে, প্রতিটি ছায়া আর শব্দকে রূপ দেয় এক অজানা মৃত্যুর পূর্বাভাসে।

এখানে প্রতিটি জন্তু যেন আততায়ীর মতো নিঃশব্দে ছায়ার আড়ালে অপেক্ষমাণ, প্রতিটি শব্দ এক অজানা শঙ্কার গোপন সংকেত, যা ক্রমশ প্রকাশ করে অরণ্যের হিমশীতল রহস্য আর মৃত্যুর নিরলস উপস্থিতি। এই রহস্যময় অরণ্যের পথে প্রতিটি বাঁকই যেন মৃত্যুর এক নতুন আমন্ত্রণ। তবে প্রশ্ন থেকে যায়—কে সেই সাহসী বীর, যে সুন্দরবনের মায়াবী অভিশাপ ভেদ করে এগিয়ে যাবে?

এ গল্প শুধুই সাহসের নয়, এক অভিশপ্ত অরণ্যে মৃত্যুর ছায়াকে ছাপিয়ে বেঁচে থাকার চরম লড়াই। যেখানে প্রতিটি মুহূর্তে লুকিয়ে আছে অজানা আতঙ্ক আর প্রতিটি পদক্ষেপই ধ্বংসের নতুন দ্বার উন্মোচন করে।

বন্ধু বোরহান আহমেদ তাঁর উপন্যাস ‘অরণ্যজাল’ নিয়ে ২৩ ফেব্রুয়ারি উপস্থিত ছিলেন প্রথম আলো বন্ধুসভার ‘বন্ধুর বই’ লাইভ অনুষ্ঠানে। স্মার্টফোন ব্র্যান্ড অনারের সহযোগিতায় অমর একুশে বইমেলা থেকে লাইভটি বন্ধুসভার ফেসবুক পেজে সম্প্রচারিত হয়। সঞ্চালনায় ছিলেন ঢাকা মহানগর বন্ধুসভার বন্ধু অনিক সরকার।

একনজরে
বই: অরণ্যজাল
লেখক: বোরহান আহমেদ
ধরন: উপন্যাস
প্রকাশনী: অনুজ প্রকাশন
মূল্য: ২৫০ টাকা