বইমেলায় বন্ধু এম সাইমনের কাব্যগ্রন্থ ‘অদৃশ্য মানবী’

বন্ধু এম সাইমনের কাব্যগ্রন্থ ‘অদৃশ্য মানবী’

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে চট্টগ্রামের রাউজান বন্ধুসভার অর্থ সম্পাদক এম সাইমনের কবিতার বই ‘অদৃশ্য মানবী’। এটি তাঁর দ্বিতীয় কাব্যগ্রন্থ। প্রকাশ করেছে সাগরিকা প্রকাশনী। পাওয়া যাচ্ছে বইমেলার সাগরিকা প্রকাশনীর স্টলে। মুদ্রিত মূল্য ২৫০ টাকা।

বই সম্পর্কে এম সাইমন বলেন, ‘অদৃশ্য মানবী’ আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ। এর আগে ২০১৯ সালেও একক একটি কাব্যগ্রন্থ বইমেলায় এসেছিল। এবারের গ্রন্থ সাজানো হয়েছে মানুষের হৃদয়ের না বলা কথা, পাওয়া না পাওয়ার বেদনা এবং প্রেম-ভালোবাসাময় কিছু শব্দশৈলী দিয়ে।

‘অদৃশ্য মানবী’তে প্রেমিক যুগলের না পাওয়ার দীর্ঘশ্বাস ও তীব্র আকাঙ্ক্ষার কথা প্রতিটি কবিতার লাইনে উচ্চারিত। একজন প্রেমিকের মনের গহিনে লুকিয়ে থাকা ভালোবাসার মানুষের জন্য তার অনুভূতির বহিঃপ্রকাশ কলমের কালো কালিতে লেখার ছোট্ট প্রয়াস। যেমন এই বইয়ের ‘আরও অনেক কিছু শুনতে চেয়েছিলাম হয়তো’ কবিতায় একটি লাইনে ‘হে সুন্দরতম পুরুষ, আমার রাজকুমার, আমি প্রেমিকা নই, আমি নারী নই, আমি তোমার কোমল শিল্পিত হাতের স্পর্শের ভালোবাসাময় জগতে বয়ে চলা ছোট্ট একটি নদী মাত্র।’ এ রকম আরও ভালোবাসাময় কিছু শব্দশৈলী দিয়ে সাজানো এই গ্রন্থের প্রতিটি কবিতা।

এ ছাড়া ১৪৩১ বঙ্গাব্দের প্রথম প্রহরকে স্বাগত জানিয়ে একটি কবিতা আছে। এই কাব্যগ্রন্থে মোট ৪৯টি কবিতা রয়েছে।

একনজরে
বই: অদৃশ্য মানবী
লেখক: এম সাইমন
ধরণ: কাব্যগ্রন্থ
প্রকাশনা: সাগরিকা প্রকাশনী
মূল্য: ২৫০ টাকা