বইমেলায় বন্ধু সরোজ মেহেদীর বই ‘চেনা নগরে অচিন সময়ে’

বইমেলায় বন্ধু সরোজ মেহেদীর বই ‘চেনা নগরে অচিন সময়ে’

বন্দিজীবনে বিকেলের আড্ডাগুলোতে আবিষ্কার করি, ৪০ বছরের দেয়ালের ভেতর লুকিয়ে থাকা কৌতূহলী এক শিশুকে। সে যেন আমাকে পেয়ে হাজারো প্রশ্নের প্যান্ডোরার বাক্স খুলে বসেছে। এক বৃষ্টিমুখর সন্ধ্যায় আমার কাছে জানতে চায়, ‘আচ্ছা ভাইজান, বৃষ্টিরও কি মানুষের মতো দেখার চোখ আছে!’ আরেক দিন আমার পাশে বসে কিছুক্ষণ চুপ করে থাকে। তারপর বলে, ‘আচ্ছা ভাইজান, বাংলাদেশে কতগুলো হরিণের খামার আছে?’ পাল্টা প্রশ্ন করি, ‘হরিণের খামার দিয়ে কী করবে?’ সে নিচু স্বরে বলে, ‘কলকাতায় আমার কাছে জানতে চেয়েছিল, আমাদের দেশে কয়টা হরিণের খামার আছে? আমি কিছু বলতে পারিনি (মলিন হাসি), জানি না তো, কী বলব!’

উল্লিখিত কথাগুলো বন্ধু সরোজ মেহেদীর লেখা ভ্রমণবিষয়ক ‘চেনা নগরে অচিন সময়ে’ গ্রন্থের। বইটি প্রকাশ করেছে উৎস প্রকাশনী। পাওয়া যাচ্ছে অমর একুশে বইমেলায় উৎস প্রকাশনীর স্টলে। মুদ্রিত মূল্য ৪৪০ টাকা।

সরোজ মেহেদী প্রথম আলো বন্ধুসভার একজন বন্ধু। দায়িত্ব পালন করছেন গ্রিন ইউনিভার্সিটি বন্ধুসভা উপদেষ্টা হিসেবে।

একনজরে
বই: চেনা নগরে অচিন সময়ে
লেখক: সরোজ মেহেদী
ধরন: ভ্রমণ
প্রকাশনা: উৎস প্রকাশনী
মূল্য: ৪৪০ টাকা