নারায়ণগঞ্জ বন্ধুসভার প্রকাশনা ‘পাললিক’-এর মোড়ক উন্মোচন

নারায়ণগঞ্জ বন্ধুসভার প্রকাশনা ‘পাললিক’-এর মোড়ক উন্মোচনছবি: বন্ধুসভা

স্বাধীনতার পর মহান একুশে উপলক্ষে বিভিন্ন পাড়া–মহল্লা ও ক্লাব থেকে অনেক প্রকাশনা বের হতো। এখন হয়তো দু–একটি সংকলন বের হয়। ‘পাললিক’-এর প্রকাশনায় নতুন লেখক ও কবি সৃষ্টি হবে। লেখার প্রতি আগ্রহ তৈরি হবে। ধারাবাহিকভাবে প্রতিবছর এটির প্রকাশনা হোক—এটাই আমাদের প্রত্যাশা।

১০ মে নারায়ণগঞ্জ বন্ধুসভার বৈশাখী প্রকাশনা ‘পাললিক’-এর মোড়ক উন্মোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এসে এ কথা বলেন বন্ধুসভার উপদেষ্টা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি। এদিন সকালে প্রথম আলোর নারায়ণগঞ্জ অফিসে এ প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়।

সাধারণ সম্পাদক জহিরুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য দেন আর পি সাহা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহকারী অধ্যাপক মো. আসাদুজ্জামান, বন্ধুসভার উপদেষ্টা ভবানী শংকর রায়, প্রথম আলোর প্রতিনিধি মজিবুল হক, সাব্বির আল ফাহাদ প্রমুখ।

সহকারী অধ্যাপক মো. আসাদুজ্জামান বলেন, ‘এই প্রকাশনার মধ্য দিয়ে তরুণ প্রজন্মের মধ্যে লেখক তৈরি হচ্ছে। আমরা যেন এখানেই থেমে না থাকি, আমাদেরকে চালিয়ে যেতে হবে।’

উপদেষ্টা ভবানী শংকর রায় বলেন, ‘একটি প্রকাশনা বের হলে যেমন নতুন লেখক তৈরি হয়, তেমনই আমরা পাঠকেরাও উপকৃত হই।’

সভাপতি আফরিন সুলতানা বলেন, পাঁচ বছর পর আবারও ‘পাললিক’ প্রকাশনা বের হলো। এবার জ্যেষ্ঠ সাংবাদিক, উপদেষ্টাসহ বন্ধুসভার বন্ধুদের গল্প, কবিতা ও স্মৃতিচারণমূলক লেখা ও ছবি দিয়ে প্রকাশনাটি সাজানো হয়েছে।

অনুষ্ঠানে ‘পাললিক’ প্রকাশনা প্রকাশে বিশেষ অবদানের জন্য বন্ধু আরাফাত হোসেন ও জানে আলমকে সম্মাননা স্মারক দেওয়া হয়। মোড়ক উন্মোচন শেষে সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হয়। নৃত্য পরিবেশন ও কবিতা আবৃত্তি করেন সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, মূকাভিনয় প্রদর্শন করেন বন্ধু উজ্জ্বল উচ্ছ্বাস এবং সহসাংগঠনিক সম্পাদক মৌন লাকি একক অভিনয় পরিবেশন করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রথম আলোর আলোকচিত্রী দিনার মাহমুদ, নারায়ণগঞ্জ বন্ধুসভার সহসভাপতি মো. হাসানুজ্জামান, গাজী খায়রুজ্জামান, বন্ধু আরাফাত হোসেন, শারমিন সুলতানা, আরিফুর রহমান, দেওয়ান নাফিজ-উল করিম, আব্দুর রহিম, নয়ন আহমেদ, সাংগঠনিক সম্পাদক ইয়াছিন ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক মৌন লাকি, দপ্তর সম্পাদক আবরার জামান, প্রচার সম্পাদক গাজী ওমর ফারুক, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক মাইনুল ইসলাম, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক মো. হোসেন, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক ছোহাদ হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. হাসান, বন্ধু আইরিন সুলতানা, সোনিয়া আক্তার, তামান্না মেহেরুন, দীপ্ত, নিহাল প্রমুখ।

সভাপতি, নারায়ণগঞ্জ বন্ধুসভা