অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে মুন্সিগঞ্জ বন্ধুসভার কার্যনির্বাহী সদস্য রমজান মাহমুদের ইতিহাস-বিষয়ক গ্রন্থ ‘মুন্সিগঞ্জ-বিক্রমপুর প্রাচীন বাংলার এক সমৃদ্ধ জনপদ’। বইটি প্রকাশ করেছে ঘাস ফুল নদী প্রকাশন। মুদ্রিত মূল্য ৪০০ টাকা।
বইটি নিয়ে লেখক বলেন, বইটি মুন্সিগঞ্জ-বিক্রমপুরকে নিয়ে ষোলটি ইতিহাস ও গবেষণাধর্মী প্রবন্ধ রয়েছে; যা ব্যক্তি, স্থান, শিক্ষা ও নদ–নদী নিয়ে লেখা।
বন্ধু রমজান মাহমুদ তাঁর গ্রন্থ ‘মুন্সিগঞ্জ-বিক্রমপুর প্রাচীন বাংলার এক সমৃদ্ধ জনপদ’ নিয়ে ২৬ ফেব্রুয়ারি উপস্থিত ছিলেন প্রথম আলো বন্ধুসভার ‘বন্ধুর বই’ লাইভ অনুষ্ঠানে। স্মার্টফোন ব্র্যান্ড অনারের সহযোগিতায় অমর একুশে বইমেলা থেকে লাইভটি বন্ধুসভার ফেসবুক পেজে সম্প্রচারিত হয়। সঞ্চালনায় ছিলেন ঢাকা মহানগর বন্ধুসভার বন্ধু নাঈমা সুলতানা।
একনজরে
বই: মুন্সিগঞ্জ-বিক্রমপুর প্রাচীন বাংলার এক সমৃদ্ধ জনপদ
লেখক: রমজান মাহমুদ
ধরন: ইতিহাস-বিষয়ক
প্রকাশনী: ঘাস ফুল নদী
মূল্য: ৪০০