নারায়ণগঞ্জ বন্ধুসভার ভাঁজপত্র ‘বন্ধু’ প্রকাশ
বন্ধুসভার সদস্যদের লেখালেখিতে আগ্রহী করে গড়ে তুলতে ও লেখার চর্চা বাড়াতে ভাঁজপত্র ‘বন্ধু’ প্রকাশ করেছে নারায়ণগঞ্জ বন্ধুসভা। ১৩ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে এটির মোড়ক উন্মোচন করা হয়।
এদিন বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় শিখো-প্রথম আলো জিপিএ-৫ কৃতী শিক্ষার্থী সংবর্ধনা। বন্ধুরা এই ভাঁজপত্র শিক্ষার্থীদের মধ্যেও বিতরণ করেন। ভাঁজপত্রের পৃষ্ঠপোষকতায় ছিল তথ্য ও গবেষণা প্রতিষ্ঠান ‘মসলিন’।
ভাঁজপত্রে লেখা দেন তরুণ লেখক মিলন মাহমুদ, বন্ধুসভার উপদেষ্টা উজ্জ্বল উচ্ছ্বাস, সহসভাপতি জহিরুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক সুমাইয়া নুর, ম্যাগাজিন সম্পাদক হাসান আহমেদ, কার্যনির্বাহী সদস্য গাজী খায়রুজ্জামান, হাসানুজ্জামান ও বন্ধু এস এ বিপ্লব।
সভাপতি নয়ন আহমেদ বলেন, ‘নিয়মিত ভাঁজপত্র প্রকাশের মাধ্যমে বন্ধুদের লেখার প্রতি আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। নারায়ণগঞ্জ বন্ধুসভা খুব শিগগিরই দেয়ালিকাও প্রকাশ করবে।’
পাঠাগার ও পাঠচক্র সম্পাদক, নারায়ণগঞ্জ বন্ধুসভা