‘যাবজ্জীবন’ উপন্যাসের চরিত্র ‘কবিতা’ সাধারণ নারীজগতের প্রতিনিধি। তাঁর জীবনের সঙ্গে লেখকের জীবনের যে বৈরিতা, সেটারই সচিত্র দলিল এই উপন্যাস। উপন্যাসটি উত্তম পুরুষে লেখা একটি বাস্তব কাহিনির অক্ষরবিন্যাস।
শৈশবে লেখকের এক নদী আর এক নারীর সঙ্গে মিতালি ছিল। একদিন সেই নারী চলে যায় অনেক দূরে, অন্য দেশে। আর দেখা হয় না। লেখক পড়াশোনা শেষ করে চাকরির ফেরিওয়ালা না হয়ে একটা ফেরারি কেনার জন্য মরিয়া হয়। যৌবনের শেষবেলায় সেই মেয়ের পরিবার থেকে আসে বিয়ের প্রস্তাব। প্রস্তাবের সঙ্গে আসে আরও বড় সমস্যা। বাস্তব জীবনের সঙ্গে সেই সমস্যা লীন হতে চায়। কাহিনি এগিয়ে চলে বাস্তবতার হাত ধরে।
‘যাবজ্জীবন’ উপন্যাসটি লিখেছেন শরিফ খান। বইটি প্রকাশ করেছে ঈহা প্রকাশন। পাওয়া যাচ্ছে অমর একুশে বইমেলায়। মুদ্রিত মূল্য ৩৮০ টাকা।
শরিফ খান ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সাবেক সাধারণ সম্পাদক। তিনি তাঁর উপন্যাস ‘যাবজ্জীবন’ নিয়ে ১৯ ফেব্রুয়ারি উপস্থিত ছিলেন প্রথম আলো বন্ধুসভার ‘বন্ধুর বই’ লাইভ অনুষ্ঠানে। স্মার্টফোন ব্র্যান্ড অনারের সহযোগিতায় অমর একুশে বইমেলা থেকে লাইভটি বন্ধুসভার ফেসবুক পেজে সম্প্রচারিত হয়। সঞ্চালনায় ছিলেন ঢাকা মহানগর বন্ধুসভার বন্ধু অনিক সরকার।
একনজরে
বই: যাবজ্জীবন
লেখক: শরিফ খান
ধরন: উপন্যাস
প্রকাশনী: ঈহা প্রকাশন
মূল্য: ৩৮০ টাকা