ইয়াছিন আরাফাতের কবিতার বই ‘জীবন বড় কল্পনাময়’

বইমেলায় বন্ধু ইয়াছিন আরাফাতের কবিতার বই ‘জীবন বড় কল্পনাময়’

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বন্ধু ইয়াছিন আরাফাতের কবিতার বই ‘জীবন বড় কল্পনাময়’। প্রকাশ করেছে অনন্য প্রকাশন। বইমেলায় অনন্য প্রকাশনের স্টলে বইটি পাওয়া যাচ্ছে। মুদ্রিত মূল্য ২০০ টাকা।

‘জীবন বড় কল্পনাময়’ কাব্যগ্রন্থে নতুন নতুন সৃজনশীল জ্ঞান, শ্রমিকের মজুরি, পশুপাখি থেকে শিক্ষা, মানবতা, নারী, মেয়েদের সৌন্দর্য, ছেলেদের ভালোবাসা, বৈষম্য, রূপ, ইসলামের শিক্ষা, কর্মক্ষেত্র, প্রেম, বিরহ, বেদনা, চাওয়া-না পাওয়া, অনুভূতি, সাফল্য, ব্যর্থতা—সব বিষয়ের আলোকে জীবনের অসাধারণ সব কবিতা রচনা করা হয়েছে।

লেখকের ভাষায়, ‘জীবন বড় কল্পনাময়। যখনই আমরা সময় পাই, তখনই কোনো না কোনো কিছু কল্পনা করতে থাকি। কিংবা কল্পনা করতে না চাইলেও কল্পনায় কিছু না কিছু বিচরণ করতেই থাকে। ভালো কাজ করলে ভালো, খারাপ কাজ করলে খারাপ। কারণ, এই দুনিয়া হচ্ছে শস্যক্ষেত্র। যেমন চাষ করব, তেমনি ফল পাব পরকালে। আর পরকাল হচ্ছে চিরস্থায়ী, যার কোনো শেষ নেই। যখন মরে যাব চিরস্থায়ী আখিরাতে চলে যাব, তখন মনে হবে আমরা পৃথিবীতে যত দিন ছিলাম, সবটাই স্বপ্ন ছিল। এখন আমি চিরস্থায়ী পরকালে চলে আসছি। কিন্তু স্বপ্নের ন‍্যায় দুনিয়ায় যত দিন ছিলাম, তার হিসাব পরকালে দিতে হবে। তাই দুনিয়ার নারী, বাড়ি, গাড়ি, অত্যধিক সম্পদের প্রতি লোভী না হয়ে সৃষ্টিকর্তা যে বিধান দিয়ে দুনিয়ায় পাঠিয়েছে, সে বিধানগুলো পালন করতে হবে।’

চিরস্থায়ী জান্নাত-জাহান্নামের কাছে দুনিয়াটা একটা রাতের ঘুমের স্বপ্নের মতো স্বল্প। রাতের স্বপ্ন যেমন ভালো নাকি খারাপ ছিল, তা বাস্তব জীবনে প্রভাব ফেলে না। ঠিক তেমনি স্বল্প এই জীবনে, দুনিয়ায় সুখে আছি কি দুঃখে আছি, সেটা পরকালে প্রভাব ফেলবে না। সর্ব অবস্থায় সৃষ্টিকর্তার শুকরিয়া আদায় করতে হবে। সৃষ্টিকর্তার বিধানমতো জীবন পরিচালনা করতে হবে।

একনজরে
বই: জীবন বড় কল্পনাময়
লেখক: ইয়াছিন আরাফাত
ধরন: কবিতা
প্রকাশনা: অনন্য প্রকাশন
মূল্য: ২০০ টাকা